- খেলা
- বলিউডে ডাক পেয়েছিলেন শোয়েব আখতার
বলিউডে ডাক পেয়েছিলেন শোয়েব আখতার

পেসারদের ইতিহাসে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের নাম স্বর্ণাক্ষরে লেগে থাকবে। আগুনে গতির কিংবদন্তি এই স্পিডস্টার ছিলেন বিপক্ষ দলের ত্রাস। ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের আতঙ্ক পরিণত এই পেসারকে বলা হতো 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে।
সম্প্রতি নতুন এক তথ্য সামনে নিয়ে আসলেন পাকিস্তানের সাবেক এই স্পিডস্টার। জানালেন, বলিউডের ছবি 'গ্যাংস্টার'-এ ডাক পেয়েছিলেন তিনি। শোয়েব না করায় ওই চরিত্রে অভিনয় করেন ইমরান হাশমি।
শোয়েব আরো বলেন, আমার মনে হয় এই ছবিটি করা উচিত ছিল।'
আলাপচারিতার এক পর্যায়ে শোয়েব তরুণ পেসারদের সঙ্গে নিজেকে তুলনা করেন। জানালেন, এখনকার পেসাররা তার মত না। তার মত লম্বা চুলও নেই এদের, জোড়ে বলও করতে পারেননা। তিনি বলেন, আমি মনে করি ফাস্ট বোলারদের উচিত ব্যাটারদের আহত করা।
এখনও ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতারের দখলে। তিনি বলেন, আমি ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছি।
মন্তব্য করুন