- খেলা
- উমরানের আগুনে বোলিংয়ে হায়দরাবাদের জয়
উমরানের আগুনে বোলিংয়ে হায়দরাবাদের জয়

চার ম্যাচে চার জয়। ছুটছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ থেকেই ছন্দে উইলিয়ামসনরা। এবার পাঞ্জাব কিংসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় পেল সানরাইজার্স। এই জয়ে লিগ তালিকার প্রথম চারে পৌঁছে গেল ভুবেনশ্বর কুমাররা।
টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই সাজঘরে ফিরে যান অধিনায়ক শেখর দাওয়ান ও ওপেনার প্রভসিমরান সিং। সানরাইজার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ ওভারেই কিংসের ৪জন টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফিরে যান। দলীয় ৬১ রানে ৪উইকেট হারিয়ে বিপাকে থাকা পাঞ্জাবকে টেনে তুলেছেন লিভিংস্টোন ও শাহরুখ খান। পঞ্চম উইকেট জুটিতে ৭১ রান যোগ করে এই দুই ডানহাতি ব্যাটার। শেষদিকে হায়দরাবাদ বোলারদের বোলিং তোপে ১৫১ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। ৩৩ বলে ৬০ রান করেন ইংলিশ ব্যাটার লিভিংস্টোন।
হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। সেই সঙ্গে প্রথম ভারতীয় পেসার হিসাবে আইপিএলে ১৫০ উইকেটের মালিক হলেন তিনি। ইনিংসের শেষ ওভার মেডেন করেন উমরান। আইপিএলের ইতিহাসে মাত্র চতুর্থবার কোনও বোলার ইনিংসের শেষ ওভার মেডেন করলেন। শেষ ৩ উইকেটসহ মালিক নিয়েছেন ৪ উইকেট।
১৫২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারায় সানরাইজার্স। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। ওপেনার অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠির ব্যাটে ঘুরে দাঁড়ায় চতুর্থ জয়ের অপেক্ষায় থাকা দলটি।
১১তম ওভারে এই দুইজন বিদায় নিলেও শেষদিকে নিকোলাস পুরান ও অ্যাডেন মার্কারামের ব্যাটিং দৃঢ়তায় ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।
মন্তব্য করুন