ইংল্যান্ড ক্রিকেটে নতুন ম্যানেজিং ডিরেক্টর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২ | ১০:৩২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ | ১০:৩২
ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক ক্রিকেটার রব কি। স্কাই স্পোর্টসের হয়ে ব্রডকাস্টিংয়ে সফল ক্যারিয়ার ছেড়ে নিজ দেশের ক্রিকেট দলের দায়িত্ব নেবেন ৪২ বছর বয়সী এ সাবেক ডানহাতি ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দায়িত্ব পেয়ে আনন্দিত 'কি' তার বক্তব্যে বলেন, এটা সত্যিই অনেক সম্মানের। এই ভূমিকা রাখার সুযোগ এবং একটা পরিবর্তন সৃষ্টির সুযোগ খুব কম জনকেই দেওয়া হয়ে থাকে এবং আমি আমার সর্বস্ব দিয়ে ইংলিশ ক্রিকেটের পরবর্তী শ্রেষ্ঠ যুগের নেপথ্যে কাজ করতে চাই।
রব কি'র ফার্স্টক্লাস অভিষেক হয় ১৯৯৮ সালের এপ্রিলে মিডলসেক্সের বিপক্ষে। ক্যারিয়ারে ৪০.৪৫ গড়ে ১৯৪১৯ রান সংগ্রহ করেন তিনি। কেন্টকে নেতৃত্ব দিয়ে ২০১০ সালে সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন করেন তিনি। এছাড়াও তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৫ টেস্ট খেলেছেন। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৪ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ম্যাচে ২২১ রানের ইনিংস খেলেন রব কি। এছাড়াও তিনি ইংল্যান্ডের হয়ে ৬টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন।
- বিষয় :
- ইসিবি
- রব কি
- ম্যানেজিং ডিরেক্টর
- ইংল্যান্ড
- ক্রিকেট