- খেলা
- রোনালদোদের নতুন কোচ টেন হ্যাগ
রোনালদোদের নতুন কোচ টেন হ্যাগ

ম্যানইউর নতুন কোচ এরিক টেন হ্যাগ
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এরিক টেন হ্যাগকে কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৫ সালের জুন পর্যন্ত প্রিমিয়ার লিগের এই দলটির সঙ্গে থাকবেন ৫২ বছর বয়সী টেন হ্যাগ। তবে দুই পক্ষ সম্মত থাকলে আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে চুক্তিতে। ২০১৭ সাল থেকে আয়াক্স আমস্টারডামের কোচিং করিয়েছেন এই ডাচ কোচ।
টেন হ্যাগকে নেওয়ার বিবৃতিতে ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মার্টগ বলেন,'‘গত চার বছরে আয়াক্সে এরিক নিজেকে ইউরোপের অন্যতম রোমাঞ্চকর ফুটবল উপহার দেওয়া, অন্যতম সফল কোচ হিসেবে প্রমাণ করেছেন। তার দলের আকর্ষণীয়, আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি তরুণদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়ার কারণে তিনি বিখ্যাত।'
ইউনাইটেডে কোচ হতে পেরে রোমাঞ্চিত হ্যাগ জানান, 'ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা বড় সম্মানের। সামনের চ্যালেঞ্জের জন্য অনেক রোমাঞ্চিত। অসাধারণ এই ক্লাবটার ইতিহাস আমি জানি, সমর্থকদের আবেগও বুঝি, ক্লাবটাকে প্রত্যাশিত সাফল্য এনে দেওয়ার মতো একটা দল গড়তে আমি সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত।'
২০১৩ সালের পর প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয়ে। সেরা চারে থেকে মৌসুম শেষ করতে না পারলে কাটা হবে না চ্যাম্পিয়ন্স লিগের টিকেট।
শীর্ষ ছয় দলের ভেতর থাকতে না পারলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে না পারার ব্যর্থতাও যোগ হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। টেবিলের সাতে থেকে ইপিএল শেষ করলে খেলতে হবে ইউরোপীয় ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে।
দলের এমন বাজে পরিস্থিতি জেনেও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন টেন হ্যাগ। এর আগে গত বছরের নভেম্বরে ব্যর্থতার দায়ে ওলে গুনার সুলশারকে বিদায় করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রালফ রাংনিককে।
মন্তব্য করুন