এপ্রিল-মে মাসে দক্ষিণ এশিয়া অঞ্চলে তীব্র গরম থাকে। আর এই গরমের মধ্যে দুপুরে কলকাতায় এএফসি কাপের দুটি ম্যাচ খেলতে হবে বসুন্ধরা কিংসকে। বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি ক্লাব কাপের সূচি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, গ্রুপ 'ডি' থেকে বসুন্ধরা কিংসের দুটি ম্যাচই রাখা হয়েছে দুপুর ২টায়। 

ভ্যাপসা গরমের মধ্যে ম্যাচ খেলতে হবে বলে অসন্তোষ বসুন্ধরা কিংস শিবিরে। অবশ্য ১৮ মে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে কিংসের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ২১ ও ২৪ মে মোহনবাগান এবং গোকুলাম কেরালার বিপক্ষে দুপুর ২টায় খেলতে হবে বাংলাদেশের চ্যাম্পিয়নদের। চার দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানীয় দল উঠে যাবে পরের রাউন্ডে।

বসুন্ধরার ম্যাচের সূচি

তারিখ                 প্রতিপক্ষ               সময়

১৮ মে              মাজিয়া                   স্পোর্টস সন্ধ্যা ৬টা

২১ মে             মোহনবাগান            দুপুর ২টা

২৪ মে           গোকুলাম কেরালা       দুপুর ২টা

*সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে

কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফ্লাডলাইট আছে। একটি ম্যাচ বিকেলে ও আরেকটি ম্যাচ রাতে আয়োজন করার সুযোগ রয়েছে অনায়াসেই। কয়েকদিন আগে এএফসি কাপ প্লে-অফ আবাহনী ও মোহনবাগানের মধ্যকার ম্যাচটি হয়েছে সন্ধ্যায়। সুযোগ থাকা সত্ত্বেও রাতে খেলা না রাখার কোনো যৌক্তিকতা দেখেন না বসুন্ধরা কিংসের ফুটবল কর্তারা।

অবশ্য কিংসের কর্মকর্তারা সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও অংশগ্রহণকারী চার দলের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ দুপুর ২টায় ও আরেকটি সন্ধ্যা ৬টায় রাখা হয়েছে। এএফসি চার দলেরই সমান রেখেছে এই দিকে।