প্রথম বিভাগে নেমে গেল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। গতকাল ব্রাদার্সের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলে তারা। শেষ ম্যাচে ৮ উইকেটে হারে দলটি। ১২ ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে খেলাঘর আগামী মৌসুমে খেলবে প্রথম বিভাগ।

খেলাঘরের হারে সিটি ক্লাব ও ব্রাদার্স প্রিমিয়ার লিগে থেকে গেল। ১১ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাদার্স। ৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা সিটি ক্লাবের বিপক্ষে ব্রাদার্সের শেষ ম্যাচ ২৪ এপ্রিল।

পজিশন নির্ধারণের জন্য ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্রাদার্স জিতলে ১০ পয়েন্ট হবে। আর সিটি ক্লাব জিতলে দুই দলই লিগ শেষ করবে ৮ পয়েন্ট নিয়ে। তখন নবম ও দশম স্থান নির্ধারণ করা হবে রানরেট দেখে।

খেলাঘরের জায়গায় আগামী মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে অগ্রণী ব্যাংক। ২৫ পয়েন্ট পাওয়া অগ্রণী ব্যাংক লিগের বর্তমান চ্যাম্পিয়ন। আজ প্রথম বিভাগের উদয়াচল ও র‌্যাপিডের ম্যধকার জয়ী দল উন্নীত হবে প্রিমিয়ার লিগে।