- খেলা
- রিয়ালের ভাগ্য ভালো বার্সা দেরিতে ফর্মে ফিরেছে: আলভেস
রিয়ালের ভাগ্য ভালো বার্সা দেরিতে ফর্মে ফিরেছে: আলভেস

ছবি: ফাইল
বার্সেলোনার ডাগআউটে দাঁড়িয়ে এলোমেলো দলটা গুছিয়ে এনেছেন জাভি হার্নান্দেজ। সাতে থেকে চ্যাম্পিয়ন্স লিগ মিসের শঙ্কায় পড়ে যাওয়া দলটা লিগ টেবিলে দুইয়ে উঠেছে। এল ক্লাসিকোয় রিয়ার মাদ্রিদকে বিধ্বস্ত করেছে এবং সামান্য হলেও শিরোপার স্বপ্ন জাগিয়েছে।
ঘুরে দাঁড়ানো বার্সেলোনাকে নিয়ে রাইট ব্যাক দানি আলভেস বলেছেন, রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো যে কাতালানরা দেরিতে ফর্মে ফিরেছে। না হলে, চলতি মৌসুমেই শিরোপার লড়াই জমে উঠতো। এছাড়া বার্সার হাতে থাকা তরুণ দলটা দারুণ প্রতিভাবান বলেও উল্লেখ করেন তিনি।
আলভেস বলেন, ‘রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো, আমাদের একটু দেরিতে ঘুম ভেঙেছে এবং আমরা শিরোপার জন্য এখন আর সেভাবে লড়াই করতে পারছি না। এখন আমাদের নতুন কিছু নিয়ে ভাবতে হবে।’
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বৃহস্পতিবার রাতের ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ১১ মিনিটে পিয়ারে এমরিক অবামেয়াং গোল করেন। প্রথমার্ধে বার্সা আরও গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু লক্ষ্য ভেদ করতে পারেননি। দ্বিতীয়ার্ধে রিয়াল সোসিয়েদাদ দারুণ আক্রমণ করেছে। বার্সা পাত্তা না পেলেও জমাট রক্ষণের কারণে সমতায় ফেরায় সুযোগ দেয়নি।
ওই ম্যাচ নিয়ে দ্বিতীয়বার বার্সায় ফেরা আলভেস বলেন, ‘প্রথমার্ধে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তবে দ্বিতীয়ার্ধে ওরা চাপ প্রয়োগ করে গেছে। ফুটবলে এভাবে অনেক সময় জেতা কঠিন। কিন্তু ম্যাচটা আমরা জিতে গেছি। দ্বিতীয়ার্ধে ওরা গোল পাওয়ার মতো খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালো একটা জয় পেয়েছি।’
বার্সেলোনার হাতে আছে এখনও ছয় ম্যাচ। এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদ এগিয়ে ১৫ পয়েন্টে। বার্সার চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলে সেভিয়া সমান ৬৩ পয়েন্ট তুলেছে। ওদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। পাঁচে থাকা রিয়াল বেটিসের পয়েন্ট ৫৭। বার্সার সেরা চারে মৌসুম শেষ করা অনেকটাই নিশ্চিত। তবে জেরার্ড পিকে, রোনাল্ড অ্যারাজু, জর্ডি আলবা, প্রেদি ইনজুরিতে থাকায় বার্সার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শেষ মুহূর্তে পা হড়কাড়ে বার্সার সব অর্জন শেষ হয়ে যেতে পারে।
মন্তব্য করুন