- খেলা
- টেন হাগের শপিং লিস্ট: কে আছেন, কে নেই
টেন হাগের শপিং লিস্ট: কে আছেন, কে নেই

ছবি: ফাইল
লিভারপুলের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রাফ র্যাংনিক বলেছেন, নতুন দল গোছাতে হবে এবং দলটির অন্তত দশটি নতুন সাইনিং দরকার। নতুন ফুটবলার কেনার কাজটা করবেন আগামী মৌসুমে কোচের দায়িত্ব পাওয়া টেন হাগ।
সংবাদ মাধ্যম দাবি করেছে, আয়াক্সের ডাচ কোচ এরই মধ্যে তার শপিং লিস্ট তৈরি করে ফেলেছেন। তবে সমস্যা হলো, তাকে ফুটবলার কেনার জন্য দেওয়া হচ্ছে না খুব বড় বাজেট। মাত্র ১২০ মিলিয়ন পাউন্ড বাজেট দেওয়া হবে তাকে। যেখানে একজন আর্লিং হ্যালন্ড, কিলিয়ান এমবাপ্পে কিংবা লেভানডভস্কির মতো ফুটবলারের দামই ৬০-৮০ মিলিয়ন ইউরো।
টেন হাগকে তার পছন্দসই ফুটবলার কেনার আগে তাই ম্যানচেস্টার ইউনাইটেডের ‘অকেজো’ কিছু ফুটবলার বিক্রি করতে হবে। সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, পল পগবা, হ্যারি মাগুইরে, নেমাঞ্জা মাতিক, জেসে লিংগার্ড, হুয়ান মাতা, এডিনসন কাভানি, অ্যান্তোনিও মার্সিয়াল, এরিক বেইলি, ফিল জোনস, আন্দ্রে পেরেইরা এবং ওয়ান বিশাক্কাকে বিক্রি করে দিতে চান কোচ।
তার বিক্রির তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। কারণ সিআরসেভেন আগের মতো প্রেসিং ফুটবল খেলতে পারছেন না। তবে গোল মুখে খুরধার পর্তুগিজ যুবরাজ। সেজন্য তাকে আরও এক মৌসুম দলে রাখতে পারেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম গোল। হাগের পরিকল্পনায় ব্রুনো ফার্নান্দেজ, ফ্রেড, অ্যালেক্স টেলাস, জাদন সানকো আছেন ভালো মতোই। তবে মার্কো রাশফোর্ডকে ছেড়ে দিতে পারেন তিনি।
টেন হাগের সবচেয়ে পছন্দের ফরমেশন ৪-৪-২। ওই ফরমেশনে ‘ডায়মণ্ড’ মিডফিল্ডার দরকার তার। সেজন্য এভারটন থেকে ধারে থাকা ভ্যান ডি বিককে ফিরিয়ে আনতে পারেন। তার মূল টার্গেট ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার ডিকলান রাইচ। রাইট উইঙ্গে আয়াক্সের অ্যান্তোনিওকে আনতে পারেন তিনি। ম্যানইউ-এর বাকি যারা আছেন তারাও খুব একটা ছন্দে নেই। তাদের ঘুম ভাঙাবার দায়িত্ব নতুন কোচকে নিতেই হবে।
মন্তব্য করুন