শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী পেসার মাথিসা পাথিরানার সঙ্গে চুক্তি করেছে আইপিএলের দল চেন্নাই সুপার কিংস। ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কিংসরা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত এই তরুণ চেন্নাই শিবিরে থাকবেন।

চেন্নাইয়ের কিউই পেসার অ্যাডাম মিলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তার বিকল্প হিসেবে এমএস ধোনি, রবিন্দ্র জাদেজার দল পাথিরানাকে বেছে নিয়েছে। এর আগে ২০২১ মৌসুমে এই লঙ্কান দলটির রিজার্ভ ক্রিকেটার ছিলেন।

পাথিরানা ২০২০ সালে আলোচনায় আসেন। লাসিথ মালিঙ্গার মতো স্টাইলে বোলিং করেন তিনি। সেজন্য তাকে নতুন মালিঙ্কা বলা হয়। ভিন্ন অ্যাকশনের বোলারদের শ্রীলঙ্কা সবসময় সমর্থন করে যায়। পাথিরানাকে তাই তুলে আনা হয় বয়সভিত্তিক দলে। তাকে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলে রাখে শ্রীলঙ্কা।

চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন তিনি। সেখানে ৪ ম্যাচে ২৭.২৮ গড়ে তুলে নেন ৭ উইকেট। পাথিরানা এখন পর্যন্ত মাত্র একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। এছাড়া স্বীকৃত টি-২০ খেলেছেন মাত্র দুটি।  চেন্নাইয়ে নেট বোলার হিসেবেই তার সময় কাটে নাকি একাদশে জায়গা পান সেটাই এখন দেখার বিষয়।