- খেলা
- চুক্তির আলাপ করতে রিয়ালে যাচ্ছে এমবাপ্পের পরিবার!
চুক্তির আলাপ করতে রিয়ালে যাচ্ছে এমবাপ্পের পরিবার!

ছবি: ফাইল
কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে পিএসজি। ওদিকে ফ্রান্সম্যান রিয়াল মাদ্রিদে যেতে চান। যা এরই মধ্যে ‘ওপেন সিক্রিটে’ পরিণত হয়েছে। মধ্যে তরুণ এই তারকার প্যারিসে থেকে যাওয়ার জোর গুঞ্জন উঠলেও তা বাঁক বদল করেছে।
সংবাদ মাধ্যম আরএমসি দাবি করেছে, আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে মাদ্রিদে যাবেন তার পরিবারের সদস্যরা। ওই আলাপে এমবাপ্পের ইমেজ স্বত্ত্ব নিয়ে আলাপ করবেন তারা।
কিলিয়ান এমবাপ্পেকে কিনতে কোন অর্থ লাগবে না। কারণ চলতি বছরের ৩০ জুন তিনি ফ্রি এজেন্টে পরিণত হবেন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা চাইলে এখনই যেকোন ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেন। তবে মৌসুম শেষেই নাকি তিনি চুক্তিপত্রে সই করতে চান।
তাকে দলে নিতে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব করেছে পিএসজি। রিয়াল মাদ্রিদে গেলেও তরুণ তারকা মোটা অঙ্কের বেতন পাবেন। এর আগে এমবাপ্পের মা ফাইজা লামারি কাতারের দোহায় পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে আলাপের টেবিলে বসেছিলেন। তবে ওই আলাপে খুব একটা সুবিধা করতে পারেনি পিএসজি কর্তৃপক্ষ।
মন্তব্য করুন