ম্যাচ শেষে সবার সঙ্গে সৌজন্য বিনিময় করে ধোনি যখন মাঠ ছাড়ছেন, তখনই দেখা যায় সেই দৃশ্য। চেন্নাইয়ের ক্রিকেটাররা জাদেজার নেতৃত্বে সৌজন্য বিনিময়ের জন্য মাঠে ঢুকছিলেন। ধোনির সামনে এসে তাকে টুপি খুলে কুর্নিশ করেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। তারপর বাকিদের সঙ্গে হাত মেলান তিনি।

আইপিএলে বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে শেষ ৪ বলে ১৬ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। স্ট্রাইকে তখন মহেন্দ্র সিং ধোনি, অতীতে তিনি এমন অনেক ম্যাচ জেতালেও ইদানীং বলা হচ্ছে তিনি নাকি ফুরিয়ে গেছেন। তার বয়স ৪০ পেরিয়ে গেছে, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দুই বছর হতে চলল। কিন্তু বৃহস্পতিবার রাতে ঠিকই ৪ বলে ১৬ তুলে দলকে জিতিয়েছেন ধোনি। 

এমন একটি জয়ের পর চেন্নাইয়ের ডাগআউট উল্লাসে মাতলেও ধোনি ছিলেন বরাবরের মতো নির্লিপ্ত। ধোনির এমন ফিনিশিং দেখে কেবল বরীন্দ্র জাদেজা নন, মুগ্ধ ক্রিকেট বিশ্বের আরও অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুগ্ধতা প্রকাশও করেছেন অনেকে। এই যেমন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইট করেন, 'ধোনি ফিনিশড নয়, ফিনিশার....ফিনিশার.... ফিনিশার....আরও একবার অপরাজিত!' 

সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন টুইট করেন, 'নাম তার এমএস ধোনি!' সময়ের সেরা লেগস্পিনার রশিদ খানও প্রশংসায় মেতেছিলেন, 'মহেন্দ্র সিং ধোনি...দ্য ফিনিশার!'