হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। গত ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে অ্যানজিওপ্লাস্টি করা হয়। চার মাস পর অবশেষে ক্রিকেট মাঠে নামার অনুমতি পেয়েছেন আবিদ আলি। এখন তিনি পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত।

গত বছরের শেষে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৬৩ রান করে সিরিজ সেরা হয়েছিলেন। দেশে ফিরে ঘরোয়া কায়েদ ই আজম ট্রফিতেও দারুণ পারফর্ম করছিলেন আবিদ আলী। কিন্তু সেই টুর্নামেন্টে খেলতে খেলতেই তিনি আক্রান্ত হন হৃদরোগে। ক্রিকেটে ফেরা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেই আবিদ এনজিওপ্লাস্টির পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

দুই দফা এনজিওপ্লাস্টির পর ৪ মাস ধরে আবিদকে কনজারভেটিভ কার্ডিয়াক পুনবার্সনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপর তিনি ট্রেডমিলে হাঁটার অনুমতি পান। এরপর শুরু করেন নির্দিষ্ট গতিতে দৌড়। গত মাসে তিনি রীতিমতো অনুশীলনে ফিরেছেন। পরে কয়েক দফা ফিটনেস টেস্ট দিয়ে আবিদকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি দেয় পিসিবি। সম্প্রতি ফয়সালাবাদে স্থানীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলেছেন। এবার তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ক্রিকেটে ফেরার অনুমতি পেয়ে ক্রিকইনফোকে আবিদ আলী বলেছেন, 'আমি আবার পাকিস্তানের হয়ে খেলার জন্য উন্মুখ হয়ে আছি। ডাক্তাররা আমাকে মাঠে ফেরার অনুমতি দিয়েছেন এবং অবশেষে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারব। অসুস্থ থাকাকালীন আমি ক্রিকেট নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছিলাম এবং প্রথমে সুস্থ জীবন ফিরে পাওয়ার দিকে মনোনিবেশ করি। সময়টা কঠিন ছিল, কিন্তু কঠিন পুনর্বাসনের মাধ্যমে নিজেকে ফিরে পাওয়াটা দুর্দান্ত হয়েছে।'