ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের জার্সিতে মাঠে নামার কথা ছিল সাকিবের। তবে জাতীয় দলের ব্যস্ততা ও পারিবারিক জটিলতার কারণে শুরুতেই মাঠে নামতে পারেননি তিনি। পরবর্তীতে তার দল মোহামেডান লিগ পর্বে বাদ পড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়েছেন সাকিব।

রূপগঞ্জের হয়ে সুপার লিগের বাকি ৪টি ম্যাচ খেলার কথা সাকিবের। যার একটি ম্যাচ খেলেছেন গত ২১ এপ্রিল। রূপগঞ্জ দলে আগে থেকেই আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, এবার সাকিব যোগ দেওয়ায় দলটির বাকি খেলোয়াড়দের আরো প্রচেষ্টা বেড়েছে বলে জানালেন, দলের হেড কোচ আফতাব আহমেদ।

শনিবার মিরপুরে গণমাধ্যমকে আফতাব বলেন, 'প্রথম থেকে মাশরাফি আমাদের টিমকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। ওভারঅল সবসময় চাঙ্গাই ছিল। আর সাকিব আসার পর এক্সট্রা অর্ডিনারি। সবার এফোর্ট অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন মাঠেও এমন মানসিকতা ছিল। ওর জন্য বাকি সবারও মানসিকতা একই হয়ে গেছে।'

শুধু পারফরম্যান্সই নয়, মাশরাফি-সাকিব যেভাবে প্রভাব রাখছেন দলে, সেটিই বেশি মুগ্ধ করছে তাদের এক সময়ের সতীর্থ আফতাবকে, 'ওরা অনেক সহায়তাপ্রবণ। মাশরাফি প্রথম থেকেই আমাকে সহযোগিতা করেছে অনেক। সাকিব এখন এসেছে, সেও একইরকম। দলে অনেক সম্পৃক্ত ও, এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমন নয় যে ও কেবল এলো আর গেল, বরং অনেক সম্পৃক্ত দলে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।'

নিজেদের শেষ ম্যাচে রূপগঞ্জ খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামালের বিপক্ষে। তিনি বলেন, 'প্রথম থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হব। কার বিরুদ্ধে খেলছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য ২টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। শেষে হিসেব হবে কে চ্যাম্পিয়ন হবে কে হবে না।'