- খেলা
- ম্যানসিটির বিপক্ষে কাসেমিরো-আলাবা অনিশ্চিত
ম্যানসিটির বিপক্ষে কাসেমিরো-আলাবা অনিশ্চিত

ছবি: ফাইল
চ্যাম্পিয়ন্স লিগের বাজনা বাজতেই ভিন্ন দল হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমেও তার প্রমাণ দিয়েছে কার্লো আনচেলত্তির দল। লস ব্লাঙ্কোস কোচের মতে, অনেকের চোখে রিয়ালের সেমিফাইনালে খেলা অপ্রত্যাশিত।
কঠিন ওই কাজটা করিম বেনজেমার দাপুটে পারফরম্যান্সে সম্ভব করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোয় ফেবারিট পিএসজি’র বিপক্ষে কামব্যাকের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে পা রাখে রিয়াল।
শেষ আটে চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখে শেষ চারে ওঠে লুকা মডরিচ-টনি ক্রুসরা। কিন্তু ফাইনালে যাওয়ার লড়াইয়ে শক্ত আরেক প্রতিপক্ষ পেয়েছে ইউরোপ সেরার আসরে সর্বোচ্চ ১৩ শিরোপা ঘরে তোলা রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় রাত ১টা) ইতিহাদ স্টেডিয়ামে লস ব্লাঙ্কোসরা মুখোমুখি হবে সময়ের অন্যতম সেরা এবং শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। মাস্টার মাইন্ড পেপ গার্দিওয়ালার দলের বিপক্ষে রিয়ালের বড় দুশ্চিন্তা কাসেমিরো, ফারল্যান্ড মেন্ডি ও ডেভিড আলাবার ইনজুরি।
পায়ের পেশির ইনজুরিতে ভুগছেন কাসেমিরো। তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ইনজুরিতে থাকা লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডির খেলার সম্ভাবনা ৬০ শতাংশ। অন্যদিকে আলাবা ইনজুরি কাটিয়ে উঠলেও তার ফিটনেস জটিলতা আছে। তারপরও সিটির বিপক্ষে একাদশে দেখা যেতে পারে তাকে।
রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য কাসেমিরোর ইনজুরি নিয়ে তেমন চিন্তিত নন। কারণ তার হাতে আছেন ফেদে ভালভার্দে এবং এডুয়ার্ড কামাভেঙ্গার মতো দুই তরুণ মিডফিল্ডার। সেন্ট্রাল ব্যাক নিয়েও তেমন চিন্তিত নন রিয়াল কোচ। তবে আলাবা এবং মেন্ডি ইনজুরিতে থাকায় লেফট ব্যাক নিয়ে একটু চিন্তা থেকেই যাচ্ছে। কারণ বিকল্প মার্সেলো তার গতি ও রক্ষণের তীক্ষ্ণতা হারিয়েছেন।
মন্তব্য করুন