- খেলা
- শেষে এসে ইন্টারের শিরোপা স্বপ্নে ধাক্কা
শেষে এসে ইন্টারের শিরোপা স্বপ্নে ধাক্কা

ছবি: এএফপি
পয়েন্ট টেবিলে এসি মিলান শীর্ষে থাকলেও শিরোপার লড়াইয়ে এগিয়ে ছিল ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে মিলানের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল দলটি। সামনে ছিল পাঁচ ফাইনাল। বুধবার রাতে এক ফাইনালে হেরে শিরোপার স্বপ্নে ধাক্কা লেগেছে ইন্টার মিলানের।
এসি মিলানের এক দশক পরে শিরোপা জয়ের আশা ভেঙে টানা দ্বিতীয় সিরি আ' শিরোপা জয়ের মিশন নিয়ে মাঠে নেমে ব্লগনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইন্টার মিলান। সমান ম্যাচ খেলে এসি মিলানের চেয়ে পিছিয়ে পড়েছে দুই পয়েন্টে।
ব্লগনার মাঠে ম্যাচের তিন মিনিটে লিড নেয় ইন্টার মিলান। পেরিসিচ গোল করে দলকে লিড এনে দেন। ২৮ মিনিটে ব্লগনা ওই গোল শোধ করে। এরপর গোল ও গোলের বাইরে ১৭টি আক্রমণ করেও বল জালে পাঠাতে পারেনি ইন্টার। উল্টো ম্যাচের ৮১ মিনিটে হজম করে গোল।
এই হারে ইন্টার মিলান ৩৪ ম্যাচে তুলেছে ৭২ পয়েন্ট। অন্যদিকে শীর্ষে থাকা এসি মিলান সমান ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট তুলেছে। সমান ম্যাচ খেলে নাপোলি ৬৭ ও জুভেন্টাস ৬৬ ম্যাচ খেলে আছে যাথক্রমে তিনে ও চারে। এসি মিলান এখন শেষ চার ম্যাচে জিতলেই ২০১১ সালের পর লিগ শিরোপার স্বাদ পাবে।
মন্তব্য করুন