- খেলা
- কাশ্মীরে ক্রিকেট প্রতিভা আছে, কিন্তু...
কাশ্মীরে ক্রিকেট প্রতিভা আছে, কিন্তু...

ছবি: ফাইল
ঢাকা প্রিমিয়ার লিগে চার মৌসুমে খেলে দু'বারই শিরোপার স্বাদ পেলেন ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রথম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কাশ্মীরি এ ক্রিকেটার। ১৪ ম্যাচ থেকে ২৬টি উইকেট নিয়ে বোলিংয়ে দ্বিতীয় সেরা তিনি। ঢাকা লিগ, ভারত ও কাশ্মীরের ক্রিকেট নিয়ে বুধবার মনের আগল খুলে দেন তিনি। পারভেজ রসুলের ক্রিকেট বিশ্নেষণ শুনেছেন সেকান্দার আলী।
সমকাল: এ বছরটা তো দারুণ গেল আপনার। কেমন উপভোগ করলেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগ?
পারভেজ রসুল :আমাদের দলের জন্য দুর্দান্ত একটি অর্জন চ্যাম্পিয়নশিপ জেতা। লিগটা খুবই উপোভোগ করেছি। প্রথম থেকেই একটা ছন্দ নিয়ে এগিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোমাঞ্চকর কিছু ম্যাচ জিতেছি। হ্যাঁ, উপভোগ করেছি অনেক।
সমকাল: ঢাকা লিগ নিয়ে কী ধরনের পরিকল্পনা ছিল?
পারভেজ রসুল: পেশাদার একজন ক্রিকেটার হিসেবে ব্যাটিং এবং বোলিংয়ে সমানভাবে অবদান রাখার চেষ্টা করেছি। প্রথম থেকে খেলার সুযোগ পাওয়ায় দলের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল। ঢাকা লিগে খেলার অভিজ্ঞতা থাকায় কন্ডিশন এবং খেলোয়াড়দের সম্পর্কে জানা ছিল। চেষ্টা করেছি সেরাটা দিয়ে খেলার। ব্যাটিং বেশি পাইনি। তবে বোলিংটা ভালো হয়েছে।
সমকাল :চতুর্থবারের মতো ডিপিএলে খেললেন। কোন আসরকে এগিয়ে রাখবেন?
পারভেজ রসুল: আমি চতুর্থবারের মতো ডিপিএলে খেলে দু'বার চ্যাম্পিয়ন হলাম। একজন বিদেশি ক্রিকেটার হিসেবে এই অর্জন দারুণ। খেলে তো অনেকেই, কিন্তু সবাই শিরোপা জিতে না। আলহামদুলিল্লাহ আমি জিতেছি।
সমকাল: ডিপিএল কি ভারতের লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ?
পারভেজ রসুল: ভারতের ক্রিকেট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের দেশে প্রদেশগুলোতেও ভালো ক্রিকেট খেলা হয়। তবে ঢাকা লিগ আমার কাছে আকর্ষণীয়। এখানে ক্রিকেট জনপ্রিয়। ভালো দিক হলো বাংলাদেশের ক্রিকেট দিন দিন উন্নতি করছে। বিশেষ করে ওয়ানডেতে। সম্প্রতি তারা দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতেছে। এটা ছিল দারুণ ব্যাপার। ভালো ক্রিকেটার উঠে আসছে। শিগগিরই বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশ।
সমকাল: লিগে কোনো দুর্বলতা চোখে পড়েছে?
পারভেজ রসুল :আমার মনে হয় আগে উইকেট ঠিক করতে হবে। ডিপিএলের বেশিরভাগ উইকেটই ছিল ফ্ল্যাট। ভারতেও ফ্ল্যাট উইকেট হয়, তবে বোলাররা লড়াই করতে পারে। বোলারদের জন্য কিছু থাকে। শুরুতে ফাস্ট বোলাররা উইকেট পায়। পরে স্পিন আসে। কিন্তু বাংলাদেশের প্রায় সব উইকেটই ফ্ল্যাট, মিরপুর ছাড়া। এই উইকেট নিয়ে যেভাবে বলা হয় ততটা খারাপ না। সবাই বলে এখানে রান হয় না। ২২০ রান হলে অনেক স্কোর মনে করা হয়। কিন্তু আমার খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি মিরপুরের উইকেট ভালো। বোলার এবং ব্যাটারদের জন্য কিছু থাকে। বিকেএসপির দুটি উইকেটই খুব ফ্ল্যাট। বোলারদের জন্য কিছুই থাকে না। আমার মনে হয় এই জায়গাগুলো নিয়ে কাজ করলে ভালো হবে। একটা ফ্ল্যাট করলে, অন্য উইকেট স্পোর্টিং করলে খেলোয়াড়রা অভ্যস্ত হতে পারবে।
সমকাল: প্রথম শ্রেণির লিগে ডাক পেলে খেলবেন?
পারভেজ রসুল: আমার বোর্ড অনুমোদন দিলে অবশ্যই খেলব। কারণ আমি এখানে খেলতে পছন্দ করি। সুযোগের অপেক্ষায় থাকলাম।
সমকাল: কাশ্মীরের ক্রিকেটের কী অবস্থা?
পারভেজ রসুল: দুঃখজনক হলো, কাশ্মীরের ক্রিকেটে কোনো উন্নতি হয়নি। কোনো পলিসি নেই। ভালো খেলোয়াড় আছে। বিসিসিআই অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে। শুধু প্রাদেশিক ক্রিকেট বোর্ডের হেলদোল নেই। আমি জাতীয় দলে খেলার সময় আশা করেছিলাম কাশ্মীরের ক্রিকেট উন্নতি করবে। দুঃখজনক হলো কিছুই হয়নি। এত ভালো ভালো ক্রিকেটার আছে আমাদের। অথচ অ্যাসোসিয়েশন কার্যকর নয়। আইপিএলে কাশ্মীর থেকে ছয়জন ক্রিকেটার খেলছে। ভারতের সবচেয়ে দ্রুততম বোলার উমরান মালিক কাশ্মীরের। আব্দুল সামাদ কাশ্মীরের। এত প্রতিভাবান ক্রিকেটার থাকতেও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন কিছু করেনি।
সমকাল: তোমাদের দেখে তরুণরা উজ্জীবিত হবে?
পারভেজ রসুল: ইনশাআল্লাহ। ছেলেরা এখন বিভিন্ন প্রদেশে গিয়ে খেলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত হচ্ছে। রঞ্জি ট্রফিতে খেলছে। কিন্তু সুযোগ-সুবিধা না দিলে পিছিয়ে থাকবে। ভালো করতে হলে অন্য প্রদেশের মতো আমাদের ওখানেও অবকাঠামো গড়ে তুলতে হবে। ২২টি জেলার জন্য মাত্র দুটি মাঠ। খুব ভালো উইকেট নেই। আমি মনে করি আঞ্চলিক ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়াতে হবে বোর্ডের মাধ্যমে।
সমকাল: লিস্ট এ ক্রিকেট ভারতে কাউন্ট হবে?
পারভেজ রসুল: অবশ্যই হওয়া উচিত। ফার্স্ট ক্লাব এবং লিস্ট এ ক্রিকেট বিশ্বব্যাপী কাউন্ট হয়। ভারতও নিশ্চয়ই করবে। বোর্ডের ছাড়পত্র নিয়েই তো আমি খেলছি। ভারতীয় ক্রিকেটাররা যেখানেই খেলে সেখানে খোঁজ রাখে।
সমকাল: বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কেমন দেখলেন?
পারভেজ রসুল: আমার মনে হয়, অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার উঠে আসছে। তারা কঠিন পরিশ্রম করলে বড় মাপের ক্রিকেটার হবে। নাঈম শেখের মধ্যে প্রতিভা আছে। সে নিয়মের ভেতরে থাকলে ভালো করবে। শেখ জামালের সোহান, আবাহনীর বাঁহাতি স্পিনার তানভির দারুণ বোলার।
মন্তব্য করুন