- খেলা
- ঈদের পর লন্ডন যাবেন তাসকিন
ঈদের পর লন্ডন যাবেন তাসকিন

ছবি: ফাইল
তাসকিন আহমেদের ইংল্যান্ড যাওয়ার দিন ঠিক হয়ে গেছে। ৭ মে লন্ডনে গিয়ে ১০ মে ডাক্তার দেখাবেন জাতীয় দলের এই পেসার।
পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসক সিদ্ধান্ত দেবেন ২৮ বছর বয়সী এই ফাস্ট বোলারের ডান কাঁধে ব্যথানাশক ইনজেকশন ব্যবহার করতে হবে কিনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে কাঁধে ব্যথা অনুভব করেন তাসকিন।
দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফেরেন তিনি। ব্যথামুক্ত না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে রাখা হয়নি তাকে। এদিকে সিঙ্গাপুর থেকে ভালো সংবাদ দিলেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন।
বিশেষজ্ঞ ইউরোলজিস্ট লিন কক বুধবার শারীরিক পরীক্ষা করার পর জানান, শরিফুল ইসলামের ইউরিনালে অস্ত্রোপচার না করালেও সমস্যা নেই। বিসিবি ও শরিফুল মিলে এখন সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার করাবেন কিনা।
মন্তব্য করুন