লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে ভিয়ারিয়াল। হারের ব্যবধান খুব বড় নয়। অ্যানফিল্ডের নরকে পুড়তে পারতো লা লিগার দলটি। কিন্তু হারের পরও ঘুরে দাঁড়ানোর ছোট্ট সুযোগ থেকে গেছে ভিয়ারিয়াল কোচ উনাই এমেরির হাতে। পরিকল্পনা মতো খেলতে পারলে, দ্বিতীয় লেগ নিয়ে তিনি আশাবাদী হতেই পারেন।

ম্যাচ শেষে এমেরি বলেন, ‘সেমিফাইনালে পাওয়ারফুল ফুটবল খেলতে হতো। ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম, নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম। কিন্তু ওরা আমাদের সেই সুযোগ দেয়নি। দ্বিতীয় লেগের জন্য আমাদের রক্ষণ বাঁচিয়ে খেলতে হতো। আমরা সেটা পেরেছি। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ভিন্ন কিছু হবে।’

ভিয়ারিয়াল ২-০ ব্যবধানে হারার চেয়ে ভালো খেলেনি বলেও উল্লেখ করেন সাবেক পিএসজি ও আর্সেনাল কোচ, ‘দলটা ভিয়ারিয়াল। আমরা জানতাম, কঠিন ম্যাচ হবে এবং তারা ফেবারিট। দুই লেগের খেলায় নেতিবাচক ফল সামলানোর পথ জানতে হয়। আমরা ২-০ ব্যবধানে হারের চেয়ে ভালো খেলিনি। এটা আরও খারাপ হতে পারতো। দুটো গোল অফসাইড হয়েছে। আমরা সুযোগ তৈরি করতে পারিনি।’

অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে লিভারপুল। প্রথমার্ধে এক হালি সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। রেডস কোচ জার্গেন ক্লপ তাই দলের হয়ে খুব একটা খুশি হতে পারেননি। তার মতে, ২-০ গোলের জয় ভয়ঙ্কর ফল। ওখান থেকে ম্যাচ ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই সুযোগটা নিতে চান উনাই এমেরি। তিনি জানিয়েছন, দ্বিতীয় লেগের ৯০ মিনিট সবটা দিয়ে লড়বেন তারা।