- খেলা
- তামিমের বড় সেঞ্চুরি, বিজয়ের আক্ষেপ
তামিমের বড় সেঞ্চুরি, বিজয়ের আক্ষেপ

ছবি: ফাইল
প্রাইম ব্যাংকের হয়ে এনামুল হক বিজয় ও তামিম ইকবাল ঠিক আগের ম্যাচেই সেঞ্চুরি করেছেন। দু’জনই গড়েছেন রেকর্ড। তামিম লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম সেঞ্চুরির কীর্তি গড়েন। বিজয় এক আসরে এক হাজার রান ও তিন সেঞ্চুরির কীর্তি গড়েন।
আসরের শেষ ম্যাচেও দু’জনেরই সেঞ্চুরির সুযোগ ছিল। জাতীয় দলের ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল যা পারলেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বিজয়। সুপার লিগের শেষ এই ম্যাচে তামিম ইকবাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছেন ১৩৭ রানের ইনিংস।
বিজয়ের ব্যাট থেকে আসে ৯৬ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৫৫ রান তুলেছে প্রাইম ব্যাংক। বিকেএসপির তিন নম্বর মাঠে তামিম ফিফটি করেন ৮৪ বলে। পরের ৩৮ বলে পূর্ণ করেন দ্বিতীয় ফিফটি। এরপর ১৩২ বলে ১৩৭ রানে আউট হন। ওই ইনিংস খেলার পথে বাঁ-হাতি ওপেনার ১৩টি চার ও ছয়টি ছক্কা হাঁকান।
বিজয় সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলেন ৮৫ বলে। আটটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে রান পেয়েছেন মোহাম্মদ মিঠুনও। তিনি খেলেছেন ৩৯ রানের ইনিংস। করিম জানাত ও মুমিনুল হক ২০ করে রান তোলেন। গাজী গ্রুপের হয়ে নিলয় তিনটি ও হাবিব নেন দুই উইকেট।
মন্তব্য করুন