- খেলা
- শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হলেন রক্স
শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হলেন রক্স

ছবি: ফাইল
শ্রীলঙ্কা তাদের ফিল্ডিং কোচ হিসেবে অ্যান্তন রক্সকে নিয়োগ দিয়েছে। তার চাকরির কার্যক্রম ধরা হয়েছে গত ৭ মার্চ থেকে। রক্স দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।
এরপর নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নটিংহ্যামশ্যায়ারের ফিল্ডিং কোচ ছিলেন। তিনি শ্রীলঙ্কা জাতীয় দল ও এইচপি দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া শ্রীলঙ্কার ক্রিকেট ভবিষ্যতের কথা ভেবে এবং ক্রিকেট কাঠামোর উন্নতি আনতে ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ কমিটি ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ নিয়োগ দিয়েছে।
‘এ’ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আভিস্কা গুর্নাওয়ার্ডে। ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে উপুল চন্দনাকে। অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জোহান মুবারাককে। রুয়ান কালপেজ দায়িত্ব পালন করবেন ইমার্জিং দলের।
মন্তব্য করুন