সোমবার মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হয়েছে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই বাংলাদেশ দ্বীপ দেশটি থেকে সুখবর পাঠিয়েছেন বাংলাদেশের জুনিয়র টেবিল টেনিস খেলোয়াড়রা।

সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিসের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে উঠার পথে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান, স্বাগতিক মালদ্বীপ এবং নেপালকে। সেরা হওয়ার লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

পাকিস্তানকে ৩-০, স্বাগতিক মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারানোর পর নেপালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ সেটে জিতে বাংলাদেশ।