শ্রীলঙ্কার উত্তাল সময়েও কাজে যোগ দিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। দেশের এই কঠিন সময়ে পরিবার চিন্তার কারণ। হেরাথ যে দুশ্চিন্তায় রয়েছেন, কোনো সন্দেহ নেই। কাজের প্রয়োজনে দেশের বাইরেও থাকতে হচ্ছে তাকে। অবশ্য সিরিজ শেষ করেই দেশে ফিরে যাবেন টাইগার স্পিন কোচ।

জুনে পরিবারের সঙ্গে শ্রীলঙ্কাতেই থাকবেন। কারণ, বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না তিনি। পারিবারিক কারণে আগে থেকেই ছুটি নিয়ে রেখেছেন ওই সময়ে। হেরাথের জায়গায় দেশি কোচ সোহেল ইসলামকে নেওয়া হতে পারে উইন্ডিজ সফরে। যদিও স্থানীয় কোচ দিয়ে হেরাথের শূন্যতা পূরণ হওয়ার নয়।

খেলোয়াড়ি জীবনের মতো কোচ হিসেবেও সফল তিনি। বাংলাদেশের স্পিনারদের নিয়ে ভালো কাজ করছেন। সাকিব আল হাসানও হেরাতের কাজে মুগ্ধ। স্পিনারদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরই লঙ্কান সাবেক এই বাঁহাতি স্পিনারকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয় বিসিবি।

২০২১ সালে জিম্বাবুয়ে সফর দিয়ে জাতীয় দলের সঙ্গে স্পিন পরামর্শক কোচ ছিলেন হেরাথ। টি২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার সঙ্গে। নতুন চুক্তি করা হয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ পর্যন্ত।