এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে পুরনো শিষ্য ফ্রেঙ্কি ডি জংকে দলে ভেড়াতে চান। বার্সেলোনাও ফান্ড বাড়ানোর কারণে বিক্রি করে দিতে যাচ্ছে মিডফিল্ডার অন্যতম চালিকা ডি জংকে। ফুটবল সাংবাদিক জেরার্ড মোরিনো জানিয়েছেন, ডি জংয়ের বার্সা ছাড়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। 

টেন হাগের অধীনে ডি জং খেলেছেন আয়াক্সে। তিন মৌসুমে আগে ক্যাম্প ন্যুতে আসেন তিনি। দলটির হয়ে লিগে ১৩৯ ম্যাচে ১৩ গোল করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। মাঝ মাঠের সুতো ভালো মতোই ধরে রেখেছিলেন তিনি। তরুণ দুই স্প্যানিশ মিডফিল্ডার প্রেদি ও গাভির উত্থানে তাকে বেচে দেওয়ার ঝুঁকি নিচ্ছে বার্সা। 

মোরিনো জানিয়েছেন, বার্সেলোনা ৮০ মিলিয়ন ইউরোতে ডি জংকে বিক্রি করার কথা ভাবছে। চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ এবং বার্সা শুধু মাত্র আর্থিক দিক বিবেচনা করেই ডাচ মিডফিল্ডারকে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে। লিগ শেষ হলেই চুক্তি হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। 

ডি জং অবশ্য পুরনো গুরু টেন হাগের দলে ফেরার ব্যাপারে উৎসাহী নন। তিনি থেকে যেতে চান ক্যাম্প ন্যুতে। খেলতে চান নতুন গুরু জাভির অধীনে। বার্সা কোচেরও পছন্দের তালিকায় আছেন ডি জং। কিন্তু শেষ পর্যন্ত তাকে বিক্রির সিদ্ধান্তই নিতে হচ্ছে। কারণ বার্সার আগামী মৌসুমে রবার্ট লেভানডভস্কি কিংবা গ্যাব্রিয়েল জেসুসের মতো একজন স্ট্রাইকার দরকার। যার জন্য দরকার অর্থ।