এক নয় দুই নয়, টানা তিন ম্যাচে একাদশে নেই মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে তাকে খেলতে দেখা যাবে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ ম্যাচে ফিজকে ছাড়াই রাজস্থান রয়্যালসকে হারায় দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি খলিল আহমেদ। 

তার বদলেও একাদশে ঠাঁই হয়নি বাংলাদেশের এই পেসারের। দিল্লি নেয় আরেক বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে। সুযোগ পেয়ে তিনিও খারাপ করেননি। প্লে অফের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। মুস্তাফিজের কারণে সাইড বেঞ্চে থাকা প্রোটিয়া পেসার এনরিক নরকিয়ার দিনও ভালো যায়।

তিনি ৪ ওভার করে ৩৯ রান খরচ করে শিকার করেন ২ উইকেট। দলও জেতে ৮ উইকেটে। সামনের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাই উইনিং কম্বিনেশন ভাঙার দিকে যাবে না দিল্লি। দলটির পছন্দের পেসারদের লিস্টেও ফিজের থেকে এগিয়ে নরকিয়া। বিদেশি কোটায় ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের জায়গা নিশ্চিত। মিডল অর্ডারে রভম্যান পাওয়েল শুরু থেকেই খেলে যাচ্ছেন। 

শুরুতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেওয়া ফিজও তার ধার ধরে রাখতে পারেননি। দলের জয়ে যেমন তার ভূমিকা আছে। হারেও স্পষ্ট আঙুল তোলা যায় তার দিকে। ফিজ বাদ পড়ার পর পূর্ণ ফিট নরকিয়া ভালো বোলিং করায় বন্ধ হয়ে গেছে তার দিল্লি একাদশের দুয়ার। এখন বেঞ্চ থেকেই দেশে ফেরার শঙ্কায় তিনি।