- খেলা
- বিশ্বকাপে ইকুয়েডরের পরিবর্তে চিলি!
বিশ্বকাপে ইকুয়েডরের পরিবর্তে চিলি!
ফিফার তদন্ত শেষে সিদ্ধান্ত

ছবি: ফাইল
ইকুয়েডরের বায়রন কাস্তিলোর নাগরিকত্ব নিয়ে অভিযোগটা এমন সময় করেছে চিলি ফুটবল ফেডারেশন, যখন কাতার বিশ্বকাপের গ্রুপিং, সূচি সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হওয়ার কথা ইকুয়েডরের।
চিলির অভিযোগের পর এখন বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কায় পড়ে গেছে ইকুয়েডর। কাস্তিলোর জন্মতারিখ ও জন্মস্থান নিয়ে ইকুয়েডর জালিয়াতি করেছে বলে যে অভিযোগ তুলেছে চিলি, সেটির তদন্ত শুরু করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কাস্তিলো যে ম্যাচগুলোতে খেলেছেন, সেই ম্যাচ থেকে ইকুয়েডরের প্রাপ্য সব পয়েন্ট কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে ইকুয়েডরের পরিবর্তে চিলি খেলবে বিশ্বকাপে।
কলম্বিয়ার টুমাকো সিটিতে জন্মগ্রহণ করেছেন বলে কাস্তিলোকে ইকুয়েডরের অনূর্ধ্ব-২০ দল থেকে বাদ দেওয়া হয়। কিন্তু নিজেকে ইকুয়েডরিয়ান দাবি করেন কাস্তিলো। কলম্বিয়ান না ইকুয়েডরিয়ান, কোন দেশের নাগরিকত্ব পাবেন কাস্তিলো, সেই বিতর্কের অবসান ঘটে ২০২১ সালের ২৪ এপ্রিল। ইকুয়েডরের নাগরিকত্ব পান তিনি।
এরপর দেশটির হয়ে লাতিন আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে দুটি করে ম্যাচ খেলেছেন। উরুগুয়ে, বলিভিয়া, ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। যে আটটি ম্যাচে খেলেছিলেন কাস্তিলো, সেই ম্যাচগুলোতে ১৪ পয়েন্ট অর্জন করে ইকুয়েডর।
চলতি মাসে চিলি অভিযোগ করে, ভুয়া পাসপোর্ট ও জন্মসনদ ব্যবহার করে ইকুয়েডরের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলেছেন বার্সেলোনার এই ফুটবলার। চিলির দাবি অনুযায়ী কাস্তিলো ১৯৯৫ সালে কলম্বিয়ার টুমাকোতে জন্মগ্রহণ করেছেন। তবে ইকুয়েডর তাদের নথিতে উল্লেখ করেছে তার জন্ম ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসে। গত সপ্তাহে চিলির এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ইকুয়েডর ফুটবল ফেডারেশন। এখন ফিফা তদন্ত করায় বিষয়টি নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের সঙ্গে সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট কাটে ইকুয়েডর। পঞ্চম হওয়া পেরু খেলবে প্লে-অফ। চতুর্থ হওয়া ইকুয়েডরের পয়েন্ট ২৬, সপ্তম হওয়া চিলির ১৯। ফিফার তদন্তে যদি প্রমাণিত হয় কাস্তিলো ভুয়া জন্মসনদ নিয়ে খেলেছেন, তাহলে ১৪ পয়েন্ট কাটা যাবে ইকুয়েডরের। আর ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পয়েন্টে চিলিকে নিয়ে যাবে বিশ্বকাপে।
মন্তব্য করুন