- খেলা
- ডমিঙ্গোর চাওয়া, পুরো ৫ দিন ভালো খেলা
ডমিঙ্গোর চাওয়া, পুরো ৫ দিন ভালো খেলা
-samakal-627e7dd9b1f17.jpg)
আগামী রোববার মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাফল্যে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাঁচ দিন ভালো খেলতে পারলে সিরিজে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচকে সামনে রেখে আজ ডমিঙ্গো বলেন, 'আমি বিশ্বাস করি চার দিন নয়, পুরো পাঁচ দিন ভালো খেলতে পারলে যে কোন দলকে হারানোর যোগ্যতা আমাদের আছে।'
আগের টেস্টগুলোর উদাহরণ টেনে বাংলাদেশ কোচ বলেন, 'পাকিস্তানের বিপক্ষে আমরা ২০০ রানে এগিয়ে ছিলাম। এরপর আমরা উইকেট হারাতে শুরু করি। চট্টগ্রাম টেস্টে ৩৯৫ রানে ওয়েস্টইন্ডিজকে আটকে দেয়ার পর আমাদের জয় পাওয়া উচিৎ ছিল। নিউজিল্যান্ডে আমরা প্রথম টেস্ট জয় করেছি। ডারবান টেস্টে প্রথম চারদিন আমরা সত্যিই খুব ভালো খেলেছি।'
তিনি বলেন, 'যখন আমাদের খারাপ সেশন আসে, তখন সেটি খুব খারাপ ভাবেই আসে। আমরা হয়তো এক বা দুটি উইকেট হারাতে পারি। পাঁচ উইকেট নয়। এই বিষয়টিই আমি বারবার বলে আসছি। ড্রেসিং রুমে আমাদেরকে শান্ত থাকার চেস্টা করতে হবে। এতে উইকেট পতন রোধ হবে।'
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
মন্তব্য করুন