- খেলা
- উইন্ডিজ সফরে নির্বাচকদের পছন্দ মুকিদুল
উইন্ডিজ সফরে নির্বাচকদের পছন্দ মুকিদুল
-samakal-6283305ec88aa.jpg)
ইংল্যান্ডে উন্নত চিকিৎসা নিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। কাঁধে অস্ত্রোপচার না করে পুনর্বাসনে সুস্থ হয়ে খেলায় ফিরতে চান ডানহাতি এ পেসার। আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার।
বিসিবির মেডিকেল বিভাগের রিপোর্ট অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়া মোটামুটি লম্বা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে নাও যাওয়া হতে পারে তার। জাতীয় দল নির্বাচকরা তাই বিকল্প একজন পেসারের সন্ধান করছেন। এইচপি স্কোয়াড থেকে নেওয়া হতে পারে একজনকে।
এই তালিকায় নির্বাচকদের প্রথম পছন্দ মুকিদুল ইসলাম মুগ্ধ। বিপিএল, ডিপিএলেও নিয়মিত বোলার তিনি। তাই জাতীয় দলের পাইপলাইনে যোগ করা হতে পারে ডানহাতি এ পেসারকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'মুকিদুল ভালো করছে। একটা প্রসেসের মধ্যে আছে। দেখা যাক ওকে স্কোয়াডে রাখা যায় কিনা।'
মন্তব্য করুন