পাঁচ হাজার রানের কীর্তির দিনে শতকের দেখা পেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এটি তার ক্যারিয়ারের ৮ম টেস্ট শতক। তার ব্যাটে ভর করেই লিড নিয়েছে বাংলাদেশ। শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। এর দুই বছর পর চট্টগ্রামে পেলেন অধরা সেঞ্চুরির দেখা।

সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে মুশফিককে। রিভার্স সুইপ খেলতে গিয়ে দৃষ্টিকটু আউট হওয়ায় তাকে নিয়ে হয়েছে জোর আলোচনা। এমনকি গুঞ্জনও ওঠে স্বেচ্ছায় খেলা ছেড়ে দেয়ার আহ্বান করা হয়েছে তাকে নিয়ে। সব সমালোচনার জবাব মুশফিক দিলেন ব্যাট হাতে।

ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি করতে মুশফিক হাঁকিয়েছেন মাত্র ৪টি চার। ছিল না কোনো ওভার বাউন্ডারি। সেঞ্চুরি করতে মুশফিক খেলেছেন ২৭০ বল। তার ব্যাটেই ৪০০ পেরিয়ে ছুটছে টাইগাররা।