- খেলা
- প্রথম সেশনে শ্রীলঙ্কার লিড ৬০
প্রথম সেশনে শ্রীলঙ্কার লিড ৬০
-samakal-6285e62137c35.jpg)
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছে সফররত শ্রীলঙ্কা। ফলে লাঞ্চ বিরতির আগে ৪ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১২৮ রান। তাতে লিড নিয়েছে ৬০ রানের। ৪৪ রানে করুনারত্নে ও ১২ রানে ধনঞ্জয়া অপরাজিত রয়েছেন।
প্রথম ঘন্টায় শ্রীলঙ্কান ব্যাটাররা দ্রুত রান তুলেছে। তবে লঙ্কানদের রানের গতি থামিয়ে দেয় তাইজুল। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করে কুশাল মেন্ডিস। তবে তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি তাইজুল। বোল্ড করে ৪৮ রানে বিদায় করেছেন মেন্ডিসকে। এরপর আগের ইনিংসে ১৯৯ রান করা ম্যাথুসকে ফেরালেন শূন্য রানে।
এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয় বাংলাদেশ। এরপর মাত্র ৩৯ রানে লঙ্কানদের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।
প্রথম ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে ৩৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ৪৬৫ রান তুলে টাইগাররা।
মন্তব্য করুন