গ্যালারি থেকে দর্শকের বিচিত্র কাণ্ড চোখে পড়ে। ভালো খেললে যেমন করতালি দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান, তেমনি খারাপ খেললে দুয়ো দিতেও দেখা যায়। গতকাল চট্টগ্রামের গ্যালারিতে ঘটল অন্য রকম এক ঘটনা। 

সাকিব আল হাসান ব্যাট করার সময় এক দর্শক বলতেই থাকেন- 'সাকিব ভাই, আউট হয়ে যান।' 

সুনসান গ্যালারি থেকে দর্শকের এই হাঁকডাক হয়তো কানে গিয়ে থাকবে সাকিবের! যদিও সাকিব বেশিক্ষণ টেকেননি। ৪৪ বলে ২৬ রান করে উইকেট হারান বাঁহাতি এই অলরাউন্ডার। তিনি তো ভালোই খেলছিলেন, এরপরও এমন আহ্বান বিস্ময় জাগায়। 

সাকিব আউট হয়ে যাওয়ার পর ওই দর্শকের কাছে একজন নিরাপত্তাকর্মী জানতে চান, তিনি সাকিবকে আউট হতে বলছিলেন কেন? ছেলেটি বলেন, 'সাকিব ভাই, করোনামুক্ত হয়েই খেলছেন। গরমে শরীর খারাপ করতে পারে। তাই বলেছি আউট হয়ে যেতে। আমাদের রান কম থাকলে খেলতে বলতাম।'