- খেলা
- ঢাকা টেস্টের দল ঘোষণা
ঢাকা টেস্টের দল ঘোষণা
-samakal-6285ecd403c05.jpg)
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তবে তার বদলি হিসেবে কাউকে নেওয়া হয়নি। ২৩ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এছাড়া সিরিজের প্রথম টেস্ট একাদশে জায়গা না পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, ইয়ারিস আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম এবং রেজাউর রহমান রাজাকে দ্বিতীয় টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে।
এক নজরে বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।
মন্তব্য করুন