চা বিরতির পরও ক্রিজ আকড়ে আছেন ডিকওয়েলা-চান্দিমাল জুটি। তাদের অপরাজিত জুটিতে শ্রীলঙ্কার লিড দেড়শ ছাড়িয়ে গেছে। ১৩৭ রানে এগিয়ে থেকে শেষ সেশনে ব্যাট করতে নামে তারা। ক্রিজে ডিকওয়েলা আছেন ৪৭ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন ২১ রান করা চান্দিমাল। সফরকারীরা ১৫৯ রানে এগিয়ে। দলীয় স্কোর ৬ উইকেট হারিয়ে ২২৭ রান।

পঞ্চম দিনের উইকেট এখনো অনেকটা ব্যাটিং বান্ধব। নাটকীয় কিছু না ঘটলে চট্টগ্রাম টেস্টে ফল বের হওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে ড্রয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে চট্টগ্রাম টেস্টে।

প্রথম ঘন্টায় শ্রীলঙ্কান ব্যাটাররা দ্রুত রান তুলেছে। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করে কুশাল মেন্ডিস। তবে তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি তাইজুল। বোল্ড করে ৪৮ রানে বিদায় করেন মেন্ডিসকে। এরপর আগের ইনিংসে ১৯৯ রান করা ম্যাথুসকে ফেরান শূন্য রানে।

ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে বাকি সময়টা সতর্ক পথে পার করে দেন অধিনায়ক করুনারত্নে। প্রথম ঘন্টায় যেখানে আসে ৬৭ রান, পরের ঘন্টায় আসে কেবল ২২ রান। লাঞ্চের পর করুনারত্নে তার ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি করেন। ১৩২ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। তবে ফিফটির পর বেশিক্ষণ থাকতে পারেননি। ৫২ রানে তাইজুলের ঘূর্ণিতে মুমিনুল হকের হাতে ক্যাচ হয়ে ফিরেন সাজঘরে। তাইজুলের এটি চতুর্থ উইকেট। এরপর হাল ধরেছেন দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। সিলভাকে ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন সাকিব। ৩৩ রানে ফেরেন ধনঞ্জয়া।

এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে ৩৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ৪৬৫ রান তুলে টাইগাররা।