দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরেই রুমানা আহমেদ নেমে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে। মোহামেডানের হয়ে প্রথম ম্যাচেই করলেন দুর্দান্ত সেঞ্চুরি। সিটি ক্লাবের বিপক্ষে তার ১০০ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংসে মোহামেডানের স্কোর ৭ উইকেটে ২৬৮ রান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মোহামেডানকে পথ হারাতে দেননি রুমানা। পাঁচে ব্যাট করতে নেমে ৯০ বলে তুলেছেন শতক। ১৮ চার ও দুই ছক্কায় সাজানো ইনিংসে সাজানো তাঁর দুর্দান্ত ইনিংসটি।   

দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টিতে দল বার্মি আর্মিকে রানার্সআপ করে সোমবার দেশে ফেরেন রুমানা। বার্মি আর্মির হয়ে সাত ম্যাচে করেছেন ৬৩ রান। ব্যাটিংয়ে খুব উজ্জ্বল না হলেও ৭ উইকেট নিয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার।

রুমানা ছাড়াও দিনের আরেক ম্যাচে মাঠে নেমেছেন ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে আসা তারকা পেসার জাহানারা আলম। আবাহনী লিমিটেডের জার্সি গায়ে কেরানিগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে নেমেছেন তিনি। যেখানে ৭ ওভারে ২৩ রান খরচায় জাহানারা নিয়েছেন ১টি উইকেট।