- খেলা
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অবামেয়াং
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অবামেয়াং
-samakal-6286154526007.jpg)
গ্যাবনের জার্সি পরে আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না বার্সেলোনার স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং। বুধবার গ্যাবন ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
চলতি বছরের শুরুতে আফ্রিকা কাপ অব নেশনস থেকে গ্রুপ পর্বেই বিদায় নেয় গ্যাবন। তারপর থেকেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মনোনিবেশ করেন অবামেয়াং। জানুয়ারিতে আর্সেনাল থেকে বার্সেলোনায় এসে ১৬ ম্যাচে করেছেন ১১ গোল তিনি।
ভক্তদের কাছে এক খোলা চিঠিতে অবামেয়াং লিখেন, 'গর্বের সঙ্গে ১৩ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পর এবার আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ঘোষণা করছি। আমি গ্যাবনের জনগণ এবং খারাপ সময়ে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'
২০০৯ সালে গ্যাবনের হয়ে অভিষেক অবার। ১৩ বছরের এই ক্যারিয়ারে ৭২ ম্যাচে ৩০ গোল করে তিনিই দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
মন্তব্য করুন