- খেলা
- ম্যাচ সেরা ম্যাথুস, মোস্ট ভ্যালুয়েবল নাঈম
ম্যাচ সেরা ম্যাথুস, মোস্ট ভ্যালুয়েবল নাঈম

ছবি: এএফপি
চট্টগ্রাম টেস্ট নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের। তবে দারুণ ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ব্যাট করার সুযোগ দেয়নি শ্রীলঙ্কা। টেস্ট তাই ড্র হয়েছে। প্রথম টেস্টে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথুস। মোস্ট ভেল্যুয়েবল ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান।
প্রথম ইনিংসে দ্রুত ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজে দাঁড়িয়ে যান ম্যাথুস। শেষ ব্যাটার হিসেবে তিনি ফিরে যাওয়ার আগে খেলেন ১৯৯ রানের ইনিংস। এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তিনি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন।
অন্যদিকে নাঈম হাসান দেড় মাস পরে টেস্ট দলে ফিরেই দুর্দান্ত বোলিং করেছেন। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা এই ডানহাতি অফ স্পিনারের। তিনি একাই তুলে নেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করায় ম্যাচের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন তিনি।
মন্তব্য করুন