- খেলা
- সকলে সেঞ্চুরি করলে ১১শ’ রান হতো: মুমিনুল
সকলে সেঞ্চুরি করলে ১১শ’ রান হতো: মুমিনুল

ছবি: এএফপি
রান খরা কেটেছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি পেয়েছেন তিনি। দুই বছর পরে পাওয়া সেঞ্চুরির ইনিংসের পথে স্পর্শ করেছেন টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক। তবে রান খরায় থাকা টেস্ট অধিনায়ক মুমিনুল হক ছন্দে ফিরতে পারেননি।
বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে টেস্ট কাপ্তান জানান, রান না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি চিন্তিত নন। দলের সকলে এক ম্যাচে রান করেন না। কেউ কেউ রান করেন। তারা সেট হলে বড় ইনিংস খেলতে পারছেন কিনা এটাই বড় বিষয়।
মুমিনুল বলেন, ‘আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তিত নই। সকলে রান করলো তো ১১শ’ রান হতো। এক ম্যাচে সকলে রান করবে না। বিষয় হলো, যারা রান পেয়েছেন তারা বড় ইনিংস খেলতে পেরেছেন কিনা। দল হিসেবে আমরা খেলতে পেরেছি কিনা।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র হলেও খুশি মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পর ভালো খেলেছে তার দল। ব্যাটিং-বোলিংয়ে দল হিসেবে খেলতে পেরেছে। টেস্টে ভালো করতে হলে দলীয় পারফরম্যান্স দরকার বলে মন্তব্য করেন তিনি, ‘আমাদের জন্য দল হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি, দল হয়ে খেলতে না পারলে আমরা ভালো করতে পারবো না।’
বল হাতে নাঈম প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন, সাকিব নিয়েছেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল নিয়েছেন ৪ উইকেট। ব্যাট হাতে তামিম-মুশফিক সেঞ্চুরি পেয়েছেন। লিটন দাস সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলেছেন। তবে প্রত্যাশা বাড়িয়ে দেওয়া পেসাররা উইকেট নিতে পারেননি। দলীয় পারফরম্যান্সের ম্যাচে ওই জায়গায় আক্ষেপ আছে মুমিনুলের।
মন্তব্য করুন