- খেলা
- ‘মুস্তাফিজকে নিলে অবশ্যই টেস্ট খেলবে’
‘মুস্তাফিজকে নিলে অবশ্যই টেস্ট খেলবে’

ছবি: ফাইল
দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে মুস্তাফিজুর রহমান। বোর্ডের টেস্ট পরিকল্পনায় নেই কাটার মাস্টার। তিনিও ইনজুরি, ফিটনেস বিবেচনা করে টেস্টে অনাগ্রহী। তবে দলের দরকার পড়লে, বোর্ড তাকে ডাকলে তিনি অবশ্যই টেস্ট খেলবেন বলে মন্তব্য করেছেন অধিনায়ক মুমিনুল হক। এর আগে একই কথা বলেছিলেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
শ্রীলঙ্কার বিপক্ষে ইনুজুরির কারণে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও টেস্ট খেলতে পারবেন না তিনি। লঙ্কানদের বিপক্ষে ইনুজরিতে পড়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। হাতের চিড় ধরা পড়ায় তিনিও খেলতে পারবেন না ক্যারিবীয় সফরে লাল বলের সিরিজে। ওই সফরে তাই দরকার পড়তে পারে ফিজের।
চট্টগ্রাম টেস্ট শেষে বিষয়টি নিয়ে অধিনায়ক মুমিনুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি তাকে দলে চাওয়া হয়, বোর্ড যদি তাকে টেস্ট দলের জন্য বিবেচনা করে তাহলে অবশ্যই সে খেলবে। তবে দেখতে হবে, কতোদিন সে টেস্ট ক্রিকেটের বাইরে আছে। ফিটনেস টেস্ট খেলার পর্যায়ে আছে কিনা, আরও কিছু বিষয় থাকে।’
জাতীয় দলের হয়ে মাত্র ১৪ টেস্ট খেলেছেন ২০১৫ সালে অভিষেক হওয়া মুস্তাফিজ। সর্বশেষ টেস্ট খেলেছেন এক বছরের বেশি সময় আগে। লাল বলে সুইং করাতে না পারায় বাদ পড়েছিলেন তিনি। সঙ্গে টেস্ট বোলিং ইউনিটও লম্বা হয়েছিল। তবে মূল পেসাররা ইনজুরিতে থাকায় ফেরানো হতে পারে তাকে। মুমিনুলের মতে, দরকার পড়লে তাকে খেলতে হবে। অভিজ্ঞতা বিষয় না।
তিনি বলেন, ‘মুস্তাফিজ বাংলাদেশের হয়ে কতগুলো টেস্ট খেলেছে তা ভেবে আমি মোটেও চিন্তিত নই। কারণ বাংলাদেশের কোন পেসারই টেস্টে অভিজ্ঞ নয়, এটাই সত্যি কথা। আপনি যদি দেখেন পেসাররা সবাই মিলেই হয়তো ২০টার মতো টেস্ট খেলেছে। আমার মনে হয়, অভিজ্ঞতা এখানে তেমন গুরুত্বপূর্ণ নয়।’
মন্তব্য করুন