চট্টগ্রামে ব্যাটাররা কর্তৃত্ব করেছে। পাঁচ দিনে তিন ইনিংসও শেষ হয়নি। তবে মিরপুরের উইকেট ব্যাটিং সহায়ক হবে না। স্পিনাররা কার্যকরী হবেন। সেটা অজানা নয় শ্রীলঙ্কার। সিরিজের শেষ টেস্টে তাই বাংলাদেশকে স্পিন দিয়ে দেড়শ’ রানে ধসিয়ে সিরিজ জয়ের হুমকি দিয়েছে শ্রীলঙ্কা। 

চট্টগ্রামে ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘সেখানে (মিরপুরে) এক পেসার ও তিন স্পিনার খেলবে। স্পিন-সহায়ক উইকেট হবে। শুরুতে ব্যাটিং করার সুযোগ পেলে ২৭৫ থেকে ৩০০ রান করার চেষ্টা করবো। ওদের (বাংলাদেশকে) ইনিংসে দেড়শ’র নিচে রাখার চেষ্টা করবো।’ 

মিরপুরে সর্বশেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী লঙ্কান অলরাউন্ডার, ‘আমরা প্রথম দিনই জানতাম, এই টেস্ট ড্র হতে যাচ্ছে। তবে বাংলাদেশ জয়ের ক্ষীণ সম্ভাবনা জাগিয়েছিল। এই ড্র নিয়ে আমরা খুশি এবং মিরপুরে তাদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। শেষ বারও আমরা ওখানে (মিরপুর) তাদের হারিয়েছিলাম।' 

চট্টগ্রাম টেস্টে দুই নিয়মিত স্পিনার এবং দুই পেসার নিয়ে খেলেছে শ্রীলঙ্কা। সঙ্গে ছিলেন পার্ট টাইম স্পিন অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা। ঢাকা টেস্টে নিয়মিত তিন স্পিনার নিয়ে খেলতে পারে শ্রীলঙ্কা। একাদশে ফিরতে পারেন জয়াবিক্রমা সংবাদ সম্মেলনে ওই আভাসই দিয়েছেন তিনি। তবে বাংলাদেশের স্পিনাররা যে ছেড়ে কথা বলবে না সেটাও নিশ্চয় জানেন ধনাঞ্জয়া।