- খেলা
- ২০২৫ পর্যন্ত পিএসজিতে এমবাপ্পে
২০২৫ পর্যন্ত পিএসজিতে এমবাপ্পে

এমবাপ্পের হাতে ২০২৫ লেখা জার্সি ধরিয়ে ফটোসেশন
রিয়াল মাদ্রিদের সঙ্গে ছল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আশা ভেঙেছেন লস ব্লাঙ্কোসদের। চুক্তির আলাপ-আলোচনা সেরে পল্টি নিয়েছেন শেষ মুহূর্তে। পিএসজিকেও সারাবছর ঘুরিয়েছেন ফ্রান্সম্যান। শেষ পর্যন্ত শনিবার রাতে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি।
কথা ছিল মেটজের বিপক্ষে লিগের শেষ ম্যাচের পরে প্যারিসের দলটির সঙ্গে চুক্তি করবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তরুণ। কিন্তু সারাবছর 'যাই, যাই' করা এমবাপ্পের ওপর যেন একটা দিনও ভরসা করতে পারল না পিএসজি।
এমবাপ্পে লিগের শেষ ম্যাচের পরে চুক্তি করতে চাইলেও ম্যাচের আগেই চিন্তা মুক্ত হলেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। এমবাপ্পের হাতে ২০২৫ লেখা জার্সি ধরিয়ে ফটোসেশন করে সব জল্পনা-কল্পনার ইতি টেনে দিলেন।
জার্সি দেখেই পরিষ্কার তিনবছরের জন্য পার্স দেস প্রিন্সেসে খেলার ব্যাপারে সম্মত হয়েছেন কেএমসেভেন। তবে চুক্তির অন্যান্য বিষয় যেমন, তার বেতন, সাইনিং বোনাস বা রিলিজ ক্লজ এখনও খোলাসা করা হয়নি।
পিএসজি থেকে যাওয়ার বিষয়ে এমবাপ্পে বলেছেন, চুক্তি করতে পেরে আমি অবশ্যই খুশি। ক্লাব হিসেবে পিএসজিকে এগিয়ে নিতে চাই; সঙ্গে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে চাই। পিএসজি থাকলে সেটা পুরোপুরি সম্ভব বলে আমি মনে করি। ক্লাব প্রেসিডেন্ট আল খেলাইফিকে তার আত্মবিশ্বাস, বোঝাপড়ার দক্ষতা এবং ধৈর্যর জন্য ধন্যবাদ দিতে চাই। পিএসজি ভক্তরা প্রমাণ করেছেন তারা উচ্চাকাঙ্ঙ্ক্ষা পোষণ করেন এবং তারা একত্রিত। যা আমাকে এখানে থাকতে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। তাদের ধন্যবাদ।
পিএসজি প্রেসিডেন্ট বলেছেন, পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন ক্লাবটির ইতিহাসের জন্য একটা বিশেষ ঘটনা। বিশ্বজুড়া পিএসজি ভক্তদের জন্য দারুণ এক খবর। চুক্তি নবায়ন করায় আমাদের আগামী প্রজেক্টের মূল অংশ হয়ে উঠেছে সে। আমি খুবই খুশি। ক্লাবে আসার পরে সে আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল। এখন ক্লাবের সবচেয়ে সুন্দর ইতিহাসের অংশ হল।
মন্তব্য করুন