- খেলা
- যুবাদের দায়িত্ব নিচ্ছেন ওয়াসিম জাফর ও স্টুয়ার্ট ল
যুবাদের দায়িত্ব নিচ্ছেন ওয়াসিম জাফর ও স্টুয়ার্ট ল
-samakal-6289cf012f759.jpg)
নাভিদ নেওয়াজ চলে যাওয়ার পর অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রধান কোচ খুঁজছিল বিসিবি। এরই মধ্যে যুবাদের প্রধান কোচ পেয়েও গেছে। জাতীয় দলের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল-কে নিয়োগ দিচ্ছে বিসিবি। বোনাস হিসেবে ব্যাটিং কোচও পাচ্ছেন যুবারা।
ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার ওয়াসিম জাফরকে। দু'জনের সঙ্গেই দুই বছরের চুক্তি করেছে বিসিবি। স্টুয়ার্ট ল জাতীয় দলের মেয়াদ পূর্ণ করতে পারেননি পারিবারিক কারণে। তবে অনূর্ধ্ব-১৯ দলে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন ভালোভাবেই।
ওয়াসিম জাফর আগেও বিসিবিতে চাকরি করেছেন। এইচপির ব্যাটিং কোচ ছিলেন তিনি। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডে চাকরি পাওয়ায় বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ান করেননি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হবে জুলাই মাসে। কোচরাও যোগ দেবেন সে সময়।
মন্তব্য করুন