ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রেমিট্যান্সে প্রণোদনা পেতে কোনো কাগজ লাগবে না

রেমিট্যান্সে প্রণোদনা পেতে কোনো কাগজ লাগবে না

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২২ | ০৫:২০ | আপডেট: ২৩ মে ২০২২ | ০৬:৪৩

পাঁচ হাজার ডলারের বেশি রেমিট্যান্সে প্রণোদনা পেতে প্রবাসীর ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

বর্তমানে ব্যাংকিং চ্যানেলে কেউ ১০০ টাকা পাঠালে আড়াই টাকা প্রণোদনা পান। এরপরও চলতি অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স ১৬ শতাংশের বেশি কমেছে। 

আমদানিতে ব্যাপক প্রবৃদ্ধি ও রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে চাপে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 

গত আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করা রিজার্ভ এখন ৪২ বিলিয়ন ডলারে নেমেছে। এরকম পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে।

ডলারের খরচ ককমাতে বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার আয় বাড়াতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

×