চার নম্বর পজিশনে ব্যাট হাতে একদমই ফর্মে নেই মুমিনুল। দুই অঙ্কের রানের দেখা পাচ্ছেন না অনেক ইনিংস ধরে। এমন পরিস্থিতিতে অনেকে পরামর্শ দেন বিশ্রামের, কেউ কেউ আবার অধিনায়কত্ব থেকে সরিয়ে চাপমুক্ত করার পরামর্শ দেন।

তবে মুমিনুলের ক্ষেত্রে কোনোটিই হচ্ছে না। কেন হচ্ছে না, তা স্পষ্ট করে দিলেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে সাকিবের সরল স্বীকারোক্তি- অধিনায়ক হিসেবে মুমিনুলের চেয়ে ভালো কেউ এখন টেস্ট দলে নেই।

ফিক্সিং কাণ্ডে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর তার পরিবর্তে ২০১৯ সালে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে। অধিনায়ক হিসেবে ১৭তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। তার অধীনে মাত্র ৩টি টেস্টে জয় পায় বাংলাদেশ। আর ১১ টেস্টে হেরে যায়। দুটি টেস্ট ড্রয়ে মীমাংসা হয়। 

চলতি ঢাকা টেস্টেও পরাজয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশ। কারণ দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে স্বাগতিকরা। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। 

দুই ইনিংসেই ব্যর্থ অধিনায়ক মুমিনুল। সবশেষ সাত ইনিংসে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ফেরেন যথাক্রমে-০, ২, ৬, ৫, ৯ ও ০ রানে। 

চতুর্থদিনের খেলা শেষে সাকিব বলেন, একজন অধিনায়কের জন্য এ সময়টা খুবই কঠিন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তাকে কীভাবে সমর্থন করছি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা মুমিনুলের থেকে ভালো কোনো বিকল্প আমাদের নেই। কাজেই তাকে সাপোর্ট করতে হবে। ম্যাটার অব একটা ইনিংস, ওর সব চেঞ্জ হয়ে যাবে।