- খেলা
- প্রথম দেখা হওয়ার দিন কী করবেন না
প্রথম দেখা হওয়ার দিন কী করবেন না

প্রতীকী ছবি
কাউকে ভালো লাগার পর তার সঙ্গে প্রথমবার সময় কাটানোর দিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথম দুজন পরস্পরকে কাছ থেকে দেখার, জানার সুযোগ পাচ্ছেন৷ দিনটি নিয়ে অনেকের নানা প্রস্তুতি থাকে। নানা জল্পনা-কল্পনাও করেন কেউ কেউ। এদিন আপনার অনেক আচরণ নিজের খুব স্বাভাবিক মনে হলেও প্রভাব ফেলতে পারে প্রেমের ভবিষ্যতে৷ প্রথম ডেটে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। যেমন-
বেশি প্রেম-প্রেম ভাব দেখাবেন না : প্রথম দিনই বেশি বাড়াবাড়ি করলে অপরপক্ষের ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ স্বাভাবিক থাকুন, বন্ধুর মতো আচরণ করুন৷ ভোলো লাগার মানুষ আপনার সঙ্গে ডেটে এসেছেন মানেই সম্পর্কেও রাজি, প্রথমদিনেই এতটা ধরে না নেওয়াই ভালো৷
আদরের নাম বা ডাকনামে ডাকবেন না: আপনাদের অনেকদিনের পুরনো আলাপ থাকলে তবুও চলতে পারে, কিন্তু অল্পদিনের পরিচয়ে কোনওরকম আদরের নাম বা ডাকনামে ডাকার চেষ্টা করবেন না৷ এর চেয়ে বিরক্তিকর আর কিছু হতেই পারে না৷
পৌঁছতে দেরি করবেন না : কফিশপ বা রেস্তরাঁয় একা বসে অপেক্ষা করাটা অত্যন্ত বিরক্তিকর৷ তা ছাড়া দেরি করে যাওয়া মানে আপনি তার সময়ের অপচয় করছেন।
টাকাপয়সার আলোচনা নয় : আপনার কত ব্যাঙ্ক ব্যালান্স আছে, বাজারে দেনা আছে কিনা, এ সব নিয়ে অন্যজন আগ্রহী নন৷ মনে রাখবেন, পছন্দের মানুষটি ডেটে আসতে রাজি হয়েছেন আপনাকে পছন্দ হয়েছে বলে৷ প্রথম দিনই টাকাপয়সার কথা তুলে মুহূর্তটা নষ্ট করবেন না।
ওয়েটারের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না : ব্যবহারই আপনার পরিচয়৷ বিশেষ করে যাদের সামাজিক অবস্থান আপনার চেয়ে খানিকটা নিচু, তাদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করেন, সেটাই আপনার পরিচয়৷ আর এই নিয়মটা শুধু প্রথম ডেট নয়, সারা জীবনের জন্য প্রযোজ্য৷ তাই রেস্তরাঁয় ওয়েটারদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার পরিচয় ফুটে উঠবে।
মন্তব্য করুন