- খেলা
- সিডন্সের পরামর্শ পছন্দ হবে কি তামিমের
সিডন্সের পরামর্শ পছন্দ হবে কি তামিমের
-samakal-629c276defb8e.jpg)
ব্যাটিংয়ের কোনো একটি অর্ডার কারও জন্যই স্থায়ী নয়। সময় এবং দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় বিশ্বের সেরা ব্যাটারকেও। ওপেনিং থেকে সনাথ জয়সুরিয়াকে একসময় নেমে যেতে হয়েছে মিডল অর্ডারে। ভারতের সাবেক মারকুটে ওপেনার বিরেন্দর শেবাগকেও খেলতে হয়েছে চার নম্বরে। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাদেরও ওপর-নিচ করে খেলতে হয়েছে। সাকিব আল হাসান এখন টেস্টের সাত নম্বর ব্যাটার। এই পরিবর্তন সময়ের দাবি। সাকিবের মতো তামিম ইকবালের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন দেখতে চান ব্যাটিং কোচ জেমি সিডন্স। টাইগার এ ওপেনার চার নম্বরে খেললে ভালো করবেন বলে বিশ্বাস তার। কথা হচ্ছে সিডন্সের এ পরামর্শ পছন্দ নাও হতে পারে তামিমের।
ওপেনার হিসেবেই ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ধীরে ধীরে তিন সংস্করণেই নিয়মিত হন ওপেনিংয়ে। ১৫ বছর হলো ওপেনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। এই একটি পজিশনেই ব্যাট করতে স্বচ্ছন্দ বোধ করেন বাঁহাতি এ ওপেনার। কোনো সন্দেহ নেই, ক্যারিয়ারের বাকি সময়ও নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। যদিও কোচ জেমি সিডন্স মনে করেন, অভিজ্ঞতা এবং বয়স বিবেচনায় ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটি বেশি কার্যকর হবে তামিমের জন্য, 'বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। তবে আগে আমাদের আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা 'এ' দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে ওপরে ঠেলে দিতে পারি না। আমাদের জন্য এটাই চ্যালেঞ্জ। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে চমৎকার হবে সে।'
তিন সংস্করণ মিলিয়ে ৩৭০টি ম্যাচে ৪২৯ ইনিংস খেলেছেন তামিম। ৪২৮ ইনিংসে ছিলেন ওপেনিং ব্যাটার। যদিও জাতীয় দলের সাবেক প্রধান কোচ হাথুরুসিংহে ২০১৫ সালেই তামিমের ব্যাটিং অর্ডার তিন বা চার নম্বরে করতে চেয়েছিলেন। স্লো স্ট্রাইক রেটের কারণে ওপেনিং পজিশন হারাতে বসেছিলেন ৩৩ বছর বয়সী এ ব্যাটার। শেষ পর্যন্ত ব্যাটিং স্টাইল পরিবর্তন করে লম্বা ইনিংস খেলার প্রতিশ্রুতি দিয়ে সে যাত্রায় টিকে যান তামিম। এখন তো তিনি দলের প্রভাবশালী একজন। যে কারণে তিনি ব্যর্থ হলেও ওপেনিং পজিশন থেকে সরাতে পারেন না কোচিং স্টাফ। ব্যাটিং কোচ জেমি সিডন্স সে সাহস দেখালেন।
সাকিবের নেতৃত্বে ফেরা নিয়েও গতকাল কথা বলেন জেমি। বাঁহাতি এ অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে পাওয়া দারুণ ব্যাপার বলে মনে করেন তিনি, 'আমার মতে এটির দুটি ইতিবাচক দিক আছে। সাকিব খুব ভালো অধিনায়ক এবং খেলাটা খুব ভালো বোঝে সে। একই সঙ্গে ধারাবাহিক পারফরমারও। অধিনায়ক হিসেবে সে দারুণ করবে। সবাই তাকে অনুসরণ করে, কাজেই দারুণ এক নেতা। আরেকটি ভালো ব্যাপার হলো, মুমিনুল এখন তার ব্যাটিংয়ে নজর দিতে পারবে। সে ব্যাটিং নিয়ে একটু ভুগছিল। এখন ব্যাটিংয়ে শতভাগ মনোযোগ দিতে পারবে। আমাদের জন্য ওর পারফর্ম করা প্রয়োজন। আমরা জানি সে ভালো খেলোয়াড়। তাকে সেভাবে ফিরে পাওয়া প্রয়োজন আমাদের। নেতৃত্বের ভার সরে যাওয়া তার জন্য ভালো হয়েছে। এখন সে মুক্ত থেকে খেলতে পারবে।' ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই তৃতীয়বারের মতো অধিনায়কত্ব শুরু করবেন সাকিব। তাঁর নেতৃত্বে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগার বাহিনী ভালো খেলবে বলে বিশ্বাস সিডন্সের।
মন্তব্য করুন