ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে টেস্ট ক্রিকেটাররা দেশ ছেড়েছে। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল বিমানে চড়বে আগামী ২২ জুন। 

তাসকিন আহমেদ বোলিং শুরু করেছেন ১ জুন থেকে। পুরোনো ছন্দে বোলিংও করতে পারছেন তিনি। ট্রেনার এবং ফিজিওর কাছ থেকে ভালো রিপোর্টও পেয়েছেন জাতীয় দল নির্বাচকরা। তাই ওয়ানডের সঙ্গে টি২০ দলেও অন্তর্ভুক্ত করা হচ্ছে ডানহাতি এ পেসারকে। টেস্টের পর টি২০ এবং সবার শেষে ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজে। তাসকিনরা ক্যারিবীয় সফরে যাবেন ২২ জুন। ভালোভাবে প্রস্তুত হওয়ার জন্য বেশ সময় পাচ্ছেন তিনি। এদিকে, টেস্ট দলের খেলোয়াড়রা ৩ জুন থেকে ভাগে ভাগে ওয়েস্ট ইন্ডিজ গেলেও প্রস্তুতি শুরু হবে আরও তিন দিন পর। ১০ জুন এন্টিগায় প্রথম অনুশীলন টাইগারদের।