২০০৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের দিনটা কোনোদিন ভুলবেন না জিনেজিন জিদান। ফাইনালের মঞ্চে ইতালির মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে মাঠেই ইতালির মার্কো মাতেরাজ্জির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন জিদান। জিদান সেদিন এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে মাঝমাঠেই মার্কোকে আচমকা ঢুঁসো মেরে ফেলে দেন। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান রেফারি। পুরো ম্যাচে না খেলেই মাঠ ছাড়তে হয় ফরাসি কিংবদন্তি ফুটবলারকে। সেদিন থেকেই জিদানের নামের পাশে কুখ্যাত ঢুঁস মারার দাগ জড়িয়ে যায়।

এই ঢুঁস মারার ঢঙে ২০১৩ সালে জিদানের একটি ভাস্কর্য নির্মাণ করেছিল কাতার। মাঝে তুমুল বিতর্কের কারণে সেটি সরিয়ে ফেললেও সেই মূর্তিটিই এবার দেখা যাবে কাতার বিশ্বকাপে। কাতার জাদুঘরের চেয়ারপারসন আল-মায়াসা আল-থানি জিদানের ভাস্কর্য পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, 'সমাজে পরিবর্তন আসে। মানুষ শুরুতে অনেক কিছুরই সমালোচনা করে, কিছু সময় পরে সেটা বুঝতে পেরে তার সঙ্গে মানিয়ে নেয়। জিদান কাতারের একজন অসাধারণ বন্ধু। আরব বিশ্বের জন্য জিদান একজন রোলমডেল।'