- খেলা
- ৪১ আত্মঘাতী গোল, আজীবন নিষিদ্ধ চার আফ্রিকান ক্লাব
৪১ আত্মঘাতী গোল, আজীবন নিষিদ্ধ চার আফ্রিকান ক্লাব

ছবি: গোল
ম্যাচ পাতানোর দায়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সারির চার ক্লাবকে আজীবন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। দল চারটি হলো, মাটিয়াসি এফসি, সিভুলানি ডেঞ্জারাস টাইগার্স, কোটোকো হ্যাপি বয়েস এবং এনসামি মাইটি বার্ডস। এছাড়া ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে।
চতুর্থ ধাপ থেকে তৃতীয় ধাপে ওঠার ম্যাচে সিভুলানি টাইগার্স ৩৩-১ গোলে হারিয়েছে কোটোকো হ্যাপি বয়েসকে। অন্যদিকে এনসামি মাইটি বার্ডসকে ৫৯-১ গোলে হারিয়েছে মাটিয়াসি। দুই ম্যাচে মোট ৪১টি আত্মঘাতী গোল হয়েছে।
বিয়ষটি নজরে আসে দক্ষিণ আফ্রিকা ফুটবল কর্তৃপক্ষের। শুরু হয় তদন্ত। ওই তদন্তে ম্যাচ পাতানোর বিষয়টি খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি।
১৬ গোল ও তিন পয়েন্টে ব্যবধানে সিভুলানি এগিয়ে ছিল। মাটিয়াসি ও কোটোকো তাদের শীর্ষে ওঠার পথ আটকে দেওয়ার চেষ্টা করে। ওদিকে সিভুলানিও চুরাপথ ধরে। প্রথমার্ধে তারা ২২-০ গোলের লিড নেয়। সেটা দেখে কোটোকো তাদের খেলোয়াড়রা ক্লান্ত বলে তুলে নেন। শেষ পর্যন্ত ৫৯-১ গোলে জয় তুলে নেয়।
দক্ষিণ আফ্রিকার মোপালি অঞ্চলের প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে বলেছেন, ‘ঘটনার সঙ্গে জড়িত লোকদের ফুটবলের প্রতি কোন সম্মান নেই। ভবিষ্যতে আমরা এমনটা ঘটলে ছেড়ে দেব না। খুব হতাশ হয়েছি যে, এই ঘটনার সঙ্গে তরুণ ফুটবলাররা জড়িত।’
মন্তব্য করুন