- খেলা
- মার্সেলোকে বিদায়ের ঘোষণা রিয়ালের
মার্সেলোকে বিদায়ের ঘোষণা রিয়ালের

ছবি: ফাইল
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ৩৪ বছর বয়সী মার্সেলোর। তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর তাই শিরোপা উচিয়ে ধরে রিয়াল ভক্তদের বিদায় জানিয়ে দেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।
রান্ন ভেঁজা চোখে রিয়ালের সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার ঘোষণা দেন তিনি। এবার রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানালো, ফ্রি এজেন্টে রিয়াল ছাড়ছেন মার্সেলো ভিয়েরা। সোমবার ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে।
ফ্লুমিনেন্স থেকে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। ক্লাবে সব মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩৮টি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধ্য দিয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ ২৫টি শিরোপা জয়ের কীর্তি গড়েছেন।
এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষা। অপেক্ষা সিদ্ধান্ত নেওয়ার। ইনজুরি জর্জরিত মার্সেলো ফুটবল চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন। দুই গুঞ্জনই আছে। তবে সংবাদ মাধ্যম জানিয়েছে, আরও কিছুদিন খেলে যেতে চান তিনি। সেজন্য ফিটনেস নিয়ে কাজ করেছেন, কমিয়েছেন ওজন।
তার সামনে পাঁচটি পথ খোলা আছে। একটি যুক্তরাষ্ট্রে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলারদের মেজর লিগ সকারে যাওয়ার প্রবণতা থাকে। কম ম্যাচ খেলতে হয় বলে শরীরের ওপর ধকল যায় কম। অর্থও বেশি। দ্বিতীয় অপশন ব্রাজিলের লিগে ফিরে যাওয়া।
এর কোন অপশনই নিয়েই মার্সেলো ভাবছেন না। তার সামনে অন্য যে তিনটি অপশন আছে সেগুলোই বেশি চকমপ্রদ। এর মধ্যে সৌদি আরর ও কাতার থেকে ভালো দুটি প্রস্তাব পেয়েছেন তিনি। তবে মার্সেলো খেলতে চান ইউরোপে। তুরস্কের ক্লাব থেকে পাওয়া প্রস্তাব তাই লুফে নিতে পারেন তিনি। যেটা স্পেনে সেটেল হয়ে যাওয়া তার পরিবারের জন্যও সুবিধাজনক। পরিবারের কথা চিন্তা করে অবসরও নিতে পারেন বাঁ-পায়ের জাদুকর।
মন্তব্য করুন