- খেলা
- ইপিএলের চেয়ে বেশি রেভিনিউ আইপিএলের: গাঙ্গুলি
ইপিএলের চেয়ে বেশি রেভিনিউ আইপিএলের: গাঙ্গুলি

ছবি: ফাইল
লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও (ইপিএল) বেশি রেভিনিউ অর্জন করছে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)। সাবেক ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে বিষয়টি খুশির ও গর্বের বলে উল্লেখ করেছেন সৌরভ গাঙ্গুলি।
বিসিসিআই প্রেসিডেন্ট ইন্ডিয়ান লিডারশিপ কাউন্সিল ইভেন্টের অনুষ্ঠানে বলেন, ‘আমি এই খেলাটাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। এক সময় ক্রিকেট খেলে আমি এবং আমার মতো ক্রিকেটাররা কয়েক হাজার টাকা আয় করতো, এখন সেটা কয়েক কোটি টাকা হয়েছে।’
আইপিএলের সর্বশেষ আসর থেকে প্রায় ৭ বিলিয়ন ডলার রেভিনিউ এসেছে। ফুটবলের সবচেয়ে বড় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও যা বেশি বলে উল্লেখ করেছেন সৌরভ গাঙ্গুলি, ‘ক্রিকেট সামনে আরও শক্তিশালী হবে এবং বিস্তার লাভ করবে। এটা এখন ইপিএলের চেয়ে বেশি রেভিনিউ অর্জন করছে। এটা ক্রিকেটার এবং বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য গর্বের।’
ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর আইপিএল ছিল বিশ্বের সবচেয়ে বেশি রেভিনিউ অর্জন করা লিগের মধ্যে চতুর্থ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (১০ম), লা লিগা (৭ম), প্রিমিয়ার লিগের (৬ষ্ঠ) চেয়ে বেশি আয় করেছে আইপিএল। সবচেয়ে বেশি রেভিনিউ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল/ রাগবি), দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বাস্কেটবল লিগ। আইপিএল ৬ বিলিয়ন ডলার, ইপিএল ৫.৩ বিলিয়ন ডলার, লা লিগা ৪.৫ বিলিয়ন ডলার রেভিনিউ করেছে।
মন্তব্য করুন