উয়েফা নেশনস লিগে পর্তুগালের অপরাজিত থাকার ধারা ভাঙলো সুইজারল্যান্ড। রোববার রাতের ম্যাচে রোনালদোহীন পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা। গ্রুপের অন্য ম্যাচে স্পেন ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। 

স্পেনের বিপক্ষে পর্তুগাল ১-১ গোলের সমতা দিয়ে যাত্রা শুরু করেছিল। পরে সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছিল ৪-০ গোলে। জোড়া গোল করেছিলেন রোনালদো। চেক প্রজতান্ত্রকে পরের ম্যাচে ২-০ গোলে হারায় ফার্নান্দো সান্তোসের দল। দ্বিতীয় দেখায় সুইসদের বিপক্ষে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো তাদের। 

ম্যাচের প্রথম মিনিটেই সুইজারল্যান্ড গোল করে লিড নেয়। এরপর রক্ষণে ‘সুইস গেট’ তুলে বাকি সময় আক্রমণ সামলে গেছে দলটি। লিড নেওয়ার পরে ৪২ ভাগ বল পায়ে রেখে মাত্র একটি শট নিতে পারে তারা। অন্যদিকে পর্তুগাল গোলে আটটি ভালো শট নিয়েও জালে বল পাঠাতে পারেনি। 

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে কর্তৃত্ব করে জিতেছে এনরিকের স্পেন। ছবি: এএফপি

চেকদের বিপক্ষে স্পেন জিতেছে সহজে। ম্যাচের ২৪ মিনিটে কার্লোস সোলের প্রথম গোল করেন। বদলি নেমে পাবলো সারাবিয়া গোল করেন ৭৫ মিনিটে। আক্রমণ বেশি না করলেও দলটা তো লুইস এনরিকের। পজিশন ধরে রেখে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে তার দল। 

উয়েফা নেশনস লিগে অন্য ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে ২-২ গোলে সমতা করেছে নর্থ আয়ারল্যান্ড। জর্জিয়া-বুলগেরিয়া গোল শূন্য সমতা করেছে। জিব্রাটালের বিপক্ষে নর্থ মেসিডোনিয়া ৪-০ গোলে জিতেছে। নরওয়ে ৩-২ গোলে হারিয়েছে সুইডেনকে। স্লোভানিয়া-সার্ভিয়া ২-২ গোলে সমতা হয়েছে। এছাড়া গ্রিস ও মাল্টা জয় পেয়েছে।